দীর্ঘ ৮ বছরের খরা কাটিয়ে বাংলা’কে সন্তোষ ট্রফি জিতিয়েছেন সঞ্জয় সেন। নতুন বছরের শুরুতেই বাঙালি কোচের থেকে এমন উপহার পেয়ে উচ্ছসিত রাজ্যবাসী। খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’ও। বৃহস্পতিবার নবান্নে সন্তোষজয়ী দলের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন আইএফএ কর্তারাও। এ দিন ফুটবলারদের হাতে বিশেষ উপহার তুলে দেওয়ার পাশাপাশি গোটা দলকে ৫০ লক্ষ্য টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সন্তোষজয়ী দলের প্রত্যেক ফুটবলারকে সরকারি দফতরে চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দেন বাংলার মুখ্যমন্ত্রী।
সদ্য সমাপ্ত সন্তোষ ট্রফি’তে বাংলার পারফরম্যান্স দেখে আনন্দ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘রবি হাঁসদার দুরন্ত গোলে জয় নিশ্চিত হল, যিনি টুর্নামেন্টে সর্বাধিক ১৩টি গোল করে গোল্ডেন বুট পেয়েছেন। কোচ সঞ্জয় সেনকে আন্তরিক অভিনন্দন। ঐতিহাসিক অর্জনের জন্য অভিনন্দন অধিনায়ক চাকু মান্ডি, পুরো দল, ম্যানেজমেন্ট, কোচিং এবং ট্রেনিং স্টাফদেরও। বাংলা ভারতীয় ফুটবলের কেন্দ্রস্থল হিসাবে জ্বলজ্বল করছে। সামনে আরও অনেক গৌরবময় মুহূর্ত অপেক্ষা করছে!’ অন্যদিকে বাংলা ফুটবলের উন্নয়নের লক্ষ্যে নতুন বছরে বড় পদক্ষেপ নিল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা(IFA)। নদীয়ায় ফুটবল অ্যাকাডেমি গড়তে চলেছে তারা। শুক্রবার(৩ জানুয়ারি) আইএফএ দফতরে একটি সাংবাদিক সম্মেলন করা হবে। তার পর বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।