এবার মাঝআকাশে বিনামূল্যে ওয়াইফাইয়ের পরিষেবা পাবেন বিমানযাত্রীরা। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এই সুবিধা আনা হচ্ছে। তবে সব বিমানে এই সুবিধা পাওয়া যাবে না। এয়ার ইন্ডিয়ার কিছু বিমানেই এই পরিষেবা পাওয়া যাবে বলে খবর।

ওড়ার অব্যবহিত পরে বা অবতরণের সময়ে যাত্রীরা ওয়াইফাই ব্যবহার করলে বিমানের যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থায় তার প্রভাব পড়ে। তাতে বড়সড় দুর্ঘটনারও আশঙ্কা থাকে। তাই আকাশে বিমানের ভিতরে যাত্রীদের ওয়াইফাই ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল এত দিন। বিশেষ করে ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ)-এর নিয়ম অনুযায়ী বিমান মাটি থেকে ১০ হাজার ফুট উপরে ওঠা পর্যন্ত এবং নামার সময়ে ১০ হাজার ফুট থেকে মাটি ছোঁয়া পর্যন্ত বিমানের ভিতরে কোনও ভাবেই ওয়াইফাই ব্যবহার করা যাবে না। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বিমান আকাশে ওড়ার পর ১০ হাজার ফুট উপর থেকেই ওয়াইফাই ব্যবহার করতে পারবেন যাত্রীরা। তার আগে নয়।

এয়ার ইন্ডিয়ার চিফ কাস্টমার এক্সপিরিয়েন্স অফিসার রাজেশ ডোগরা জানিয়েছেন, কয়েকটি বিমানেই বিনামূল্যে ওয়াইফাইয়ের পরিষেবা পাওয়া যাবে। এয়ারবাস এ৩৫০, বোয়িং ৭৮৭-৯ ও এয়ারবাস এ৩২১নিও মডেলের বিমানগুলিতেই যাত্রীরা এই সুবিধা পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here