নতুন বছরের দিনগুলিকে মধুর স্মৃতিতে ভরিয়ে রাখতে এই সময় আমরা অনেকেই প্রিয় মানুষদের উপহার দিয়ে থাকি। কিন্তু কিছু জিনিস রয়েছে যেগুলি দেওয়া উচিৎ নয় কখনওই। জ্যোতিষশাস্ত্র বলছে এই সব সামগ্রী উপহার হিসেবে দেওয়া হলে রুষ্ট হন মা লক্ষ্মী।

আপনি যদি কাছের মানুষদের নতুন বছরে কিছু উপহার দিতে চান, তাহলে ভুলেও কোনও ধারালো বস্তু, যেমন ছুরি, কাঁচির মতো কোনও কিছু দেবেন না।

কোনও ঠাকুর দেবতার মূর্তি বা ছবি কখনও কাউকে উপহার হিসেবে দিতে নেই।

উপহার হিসেবে ভুলেও কাউকে রুমাল দেবেন না। এর আপনাদের মধ্যে সম্পর্কে ফাটল ধরবে।

কখনও ভুলেও টাকা ধার নিয়ে সেই টাকা দিয়ে কাউকে কোনও উপহার কিনে দেবেন না। ঋণ নিয়ে কেনা উপহার যিনি দেন এবং যিনি নেন, উভয়ের উপরেই রাগ করেন লক্ষ্মী দেবী।

নিজের ব্যবহৃত কোনও জিনিস, যেমন পোশাক বা গয়না কাউকে উপহার দেবেন না। এর ফলে আপনি নিজের পজিটিভ এনার্জি সেই ব্যক্তিকে দান করে দেবেন।

কোনগুলি দেবেন সেগুলোও দেখে নিন…

নতুন বছরে কাউকে উপহার দিতে হলে বই দিতে পারেন। উপহার হিসেবে বই দেওয়া যে কোনও সময় অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

এছাড়া পেন বা লেখাপড়ার কোনও সামগ্রীও আপনি উপহার দিতে পারেন।

নতুন পোশাক কিনে কাউকে উপহার দেওয়া শুভ বলে মনে করা হয়। ইংরেজি নতুন বছর যেহেতু শীতকালে পালিত হয়, তাই নতুন শীতের পোশাক দিতে পারেন।

নিজের হাতে তৈরি করা সামগ্রী কাউকে উপহার হিসেবে দেওয়া অত্যন্ত শুভ।

সোনা বা রূপো প্রিয়জনকে উপহার দিতে পারেন। তবে খেয়াল রাখবেন, এটি কেনার জন্য যেন আপনাকে টাকা ধার করতে না হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here