আগামীকাল ২৫ ডিসেম্বর। ক্রিসমাস উপলক্ষ্যে উৎসবে মেতে উঠবে সারা দেশ। এই উপলক্ষ্যে বন্ধ থাকবে দেশের সমস্ত ব্যাঙ্ক। ডিসেম্বরে বেশ কয়েকদিন গ্রাহকদের জন্য বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা। এই দিনগুলিতে কোনও পরিষেবা পাবেন গ্রাহকরা।
২৫ ডিসেম্বরে প্রতি বছরের মত এই বছরেও ক্রিসমাস উপলক্ষ্যে দেশব্যাপী সমস্ত ব্যাঙ্কের জন্য একটি ছুটির দিন হিসাবে চিহ্নিত করা হয়েছে। তবে চলতি মাসের অন্যান্য দিনগুলিতেও দেশজুড়ে নির্দিষ্ট কয়েকটি রাজ্যে বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
প্রসঙ্গত, দেশের সব রাজ্যের ব্যাঙ্কগুলির ছুটির তালিকা এক নয়। অঞ্চলভিত্তিতে এটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) –এর তথ্য অনুসারে, স্থানীয় উৎসব, আঞ্চলিক ইভেন্ট এবং কোনও নির্দিষ্ট ব্যক্তিত্বের স্মৃতির উপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলে ছুটির দিন ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
ডিসেম্বর মাসে দেশের কোন কোন রাজ্যে কবে ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে? সম্পূর্ণ তালিকা রইল নিম্নলিখিত-
24 ডিসেম্বর: ক্রিসমাস উৎসব উপলক্ষ্যে আইজল (মিজোরাম), কোহিমা (নাগাল্যান্ড) এবং শিলং (মেঘালয়া) তে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
25 ডিসেম্বর: বড়দিন উপলক্ষ্যে নিউ দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই এবং কলকাতা -সহ দেশের অন্যান্য সমস্ত রাজ্য ও কেন্দশাসিত অঞ্চলগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনে সারা দেশে কোন ব্যাঙ্কই খোলা থাকবে না।
26 ডিসেম্বর: পোস্ট ক্রিসমাস সেলিব্রেশন উপলক্ষ্যে আইজল, কোহিমা এবং শিলংয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
27 ডিসেম্বর: এই দিনে কোহিমা (নাগাল্যান্ড) –এ ব্যাঙ্ক বন্ধ থাকবে।
30 ডিসেম্বর: এদিন মেঘালয়ের শিলংয়ে স্বাধীনতা সংগ্রামী U Kiang Nangbah –এর মৃত্যুবার্ষিকীর কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
31 ডিসেম্বর: নববর্ষের প্রাক্কালে আইজল (মিজোরাম), গ্যাংটক (সিকিম) –এর ব্যাঙ্কগুলি Lossong/Namsoong উদযাপন উপলক্ষ্যে বন্ধ থাকবে।