ধর্ষণ মামলায় নির্যাতিতাদের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে হাসপাতালগুলিকে। যে কোনও ধরনের যৌন নির্যাতন, অ্যাসিড হামলা এবং নাবালক-নাবালিকা নির্যাতনের মামলার ক্ষেত্রেও আক্রান্তদের অবশ্যই এই সুবিধা দিতে হবে। সোমবার এই নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট। সরকারি হাসপাতাল তো বটেই, বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমগুলির জন্য এই নির্দেশ কার্যকর হবে।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৩৯৭ ধারায় আগে থেকেই এ বিষয়ে উল্লেখ রয়েছে। আইন অনুসারে, সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতাল বা অন্য কোনও স্বাস্থ্য ক্ষেত্রে নির্যাতিতাদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা এবং অন্য প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দিতে হবে।
সোমবার দিল্লি হাই কোর্টের বিচারপতি প্রতিভা এম সিংহ এবং বিচারপতি অমিত শর্মার ডিভিশন বেঞ্চে এক কিশোরীকে যৌন নির্যাতনের মামলার শুনানি চলছিল। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে একাধিক বার যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ওই মামলার শুনানির সময়েই আদালতের নজরে আসে, চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়েছে নির্যাতিতাকে।