ফের ব্যর্থ বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মোটেই ছন্দে দেখা গেল না প্রাক্তন অধিনায়ককে। দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৮ রান করেছেন তিনি। রবিবার ম্যাচ হারার পর সরাসরি হোটেলে ফেরেননি। তা হলে কোথায় গেলেন কোহলি?
দিন-রাতের টেস্ট ম্যাচে তৃতীয় দিন(রবিবার) দেড় ঘণ্টায় খেলা শেষ হয়ে যায়। খেলা শেষে দেখা যায় সাজঘর থেকে নিজের ব্যাট, প্যাড নিয়ে নামছেন কোহলি। তিনি সরাসরি যান নেটে। সেখানে অনুশীলন শুরু করেন। বেশ কিছু ক্ষণ ব্যাট করেন কোহলি। তত ক্ষণে দলের বাকিরা মাঠ ছেড়েছেন। সকলের শেষে নেট ছেড়ে হোটেলে ফেরেন কোহলি। এরপর ব্রিসবেনে টেস্ট খেলবে ভারত। সেই ম্যাচের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি। তাঁর এই পরিশ্রমের প্রশংসা করেছেন সুনীল গাভাস্কর। এমনকি বিরাটের মতো বাকিরা কেন অনুশীলন করলেন না সেই নিয়েও প্রশ্ন তুলেছেন কিংবদন্তি ক্রিকেটার। গাভাস্কর বলেন, “নেটে অনুশীলন করতে নেমে কোহলি বুঝিয়ে দিয়েছে ওর দায়বদ্ধতা কতটা। কিন্তু আমি চেয়েছিলাম, বাকিরাও একই দায়বদ্ধতা দেখাক। তারা কেন সেটা করল না? কোহলি ভারতের হয়ে অনেক রান করেছে। কিন্তু এখনও রান না পেলে ও পরিশ্রম শুরু করে। বাকিদের ওকে দেখে শেখা উচিত।”