জীবনে অর্থ উপার্জন করেও রাখতে পারছেন না। তাদের কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। তবে কিছু নিয়ম রয়েছে সেগুলি যদি আপনি মেনে চলেন তাহলে আর্থিক অবনতি আপনার হবেই না।
সেই সঙ্গে বাড়ি থেকে দূর হবে বাস্তুত্রুটিও। কোনও কাজে আপনি পিছিয়ে পড়বেন না। পরিবারে সকলের সঙ্গে আপনার ভাল সম্পর্ক বজায় থাকবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। জেনে কোন কোন টিপস মেনে চলবেন।
প্রবেশদ্বার পরিষ্কার রাখুন
বাড়ির প্রবেশদ্বার সর্বদা পরিষ্কার রাখা উচিৎ। এতে আপনি কঠিন পরিশ্রম করার পরেও আপনি সফলতা পাবেন। যদি বাস্তুত্রুটি থাকে তাহলে কিন্তু জীবনে নানান সমস্যা আসতে পারে। তাহলে তাও বাড়ি থেকে দূর করুন।
ভাঙা ছবি রাখবেন না
বাড়িতে ভাঙা কোনও ছবি রাখবেন না। এতে পারিবারিকভাবে ভালো থাকতে পারবেন। নাহলে কারোর সঙ্গে কারোর ভাল সম্পর্ক থাকবে না। বিবাদের সম্ভাবনা রয়েছে। এতে আপনার অর্থের অভাব হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
জামা কাপড় গুছিয়ে রাখুন
জামা কাপড় সঠিকভাবে গুছিয়ে রাখার চেষ্টা করুন। না হলে দেবী লক্ষ্মী রেখে যান। এতে আপনার জীবনে আর্থিক সমস্যা আসতে পারে। সেই সঙ্গে ব্যবসায়তেও ক্ষতি হতে পারে।
জলের কল বন্ধ রাখুন
অনেকেই কাজ শেষ করেও ভালোভাবে জলের কল বন্ধ করেন না। যেখান থেকে টপটপ করে জল পড়তে থাকে। এতে খুব অসুবিধায় পড়তে হয় অনেককে। বাড়িতে বাস্তুত্রুটির সৃষ্টি হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। হতে পারে আর্থিক ক্ষতি।
সুগন্ধি জিনিস ব্যবহার করবেন না
রাতে সুগন্ধি জিনিস ব্যবহার করা উচিৎ নয়। সুগন্ধি ঘরের নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। যাতে নানা সমস্যার সম্মুখীন হতে হয় অনেককে। যদি আপনি এই টিপসগুলি মেনে চলেন তাহলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। বাড়ি থেকে দূর হবে বাস্তুত্রুটি।