জাতীয় দল হোক কিংবা আইপিএল, অধিনায়ক রয়েছেন নিজের মেজাজেই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অন্যরকম মেজাজে দেখা গেল ভারত অধিনায়ক রোহিত শর্মা’কে। দলের এক সতীর্থ বল ফস্কাতেই তাঁকে কিল মেরে দিলেন হিটম্যান।
অস্ট্রেলিয়া সফরে যাওয়া ভারতীয় দলে রয়েছেন তিন জন উইকেটরক্ষক। ঋষভ পন্থ, কেএল রাহুল এবং ধ্রব জুরেল। তবু প্রস্তুতি ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হয় সরফরাজ খানকে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের ইনিংসের ২৩তম ওভারে বোলিং করছিলেন হর্ষিত রানা। সেই ওভারের পঞ্চম বলে পুল মারতে গিয়ে ব্যর্থ হন অলিভার ডেভিস। বল চলে যায় সরফরাজের কাছে। বলের উচ্চতা একটু বেশি থাকায় বলটি তালু বন্দি করতে পারেননি সরফরাজ। তিনি বল ফস্কাতেই বিরক্ত হন রোহিত। সকলকে অবাক করে তরুণ সতীর্থের পিঠে কিল মেরে বসেন। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ক্ষোভপ্রকাশ করে কিছু করেননি রোহিত। তিনি খানিকটা রসিকতা করেই এই কাণ্ড ঘটান। আগামী ৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে খেলবেন রোহিত। তার আগে নিজের প্রস্তুতি আরও ঝালিয়ে নিচ্ছেন ভারত অধিনায়ক।