বিয়ের মরসুম চলচ্ছে, এই সময় কম বেশি প্রায় সবারই একটা না একটি নিমন্ত্রণ পড়েছেই। শুধু বিয়ে বাড়ি নয়, এর পাশাপাশি জন্মদিন বাড়ি, অন্নপ্রাশন, পৈতা ইত্যাদি তো রয়েছেই। তবে যে নিমন্ত্রণই হোক তা রক্ষা করতে গেলে গিফট দেওয়াটা জরুরি। তবে উপহার দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলি কখনই রাখবেন না তালিকায়। তাহলে হতে পারে মারাত্মক ক্ষতি। দেখে নিন –

ঠাকুরের মূর্তি- অনেকেই উপহারে ঠাকুরের মূর্তি দেন। এটা খুব ঠিক নয়। আপনি যাকে দিচ্ছেন, সে যদি ঠাকুরের সঠিক অবস্থান না জানতে পারে, তাহলে আপনার এবং তার দুজনেরই জীবনে ক্ষতি হয়ে যেতে পারে।

বই- আপনি যদি লেখক হন তাহলে অবশ্যই কাউকে পেন বা বই গিফট করবেন না। এতে করে আপনার পেশায় ক্ষতি হতে পারে।

ছাতা- আমাদের জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস হলেও উপহার হিসেবে এটি কাউকে না দেওয়াই ভালো। বিশেষ করে কোনও বিয়ের অনুষ্ঠানে ছাতা উপহার দেবেন না। উপহার হিসেবে এটি অশুভ বলে মনে করা হয়।

আয়না- বিয়েতে অনেকে সুন্দর কারুকার্য করা আয়না উপহার দেন। কিন্তু বাস্তু মতে এটি অশুভ। আয়না ভেঙে গেলে সাত বছর পর্যন্ত দুর্ভাগ্য চলে। অনেকের মতে আয়না ভেঙে যাওয়ার অর্থ আত্মা টুকরো টুকরো হয়ে যাওয়া।

ঘড়ি- কাউকে কখনও ঘড়ি উপহার দেওইয়া উচিত নয়। এতে যে ব্যক্তি উপহার পাচ্ছেন, তাঁর আয়ুক্ষয় হয় বলে প্রচলিত বিশ্বাস।

কালো পোশাক- উপহার হিসেবে কাউকে কখনও কালো পোশাক দেবেন না। কারণ কালো রং দুঃখ ও যন্ত্রণার প্রতীক। তাই উপহার হিসেবে এটি অশুভ বলে মনে করা হয়।

রুমাল- ভুল করেও কাউকে রুমাল অথবা তোয়ালে দেবেন না। এতে আপনার সম্পর্কের ভাঙ্গন সৃষ্টি হতে পারে।

জল জাতীয় জিনিস- কখনও কাউকে জল জাতীয় জিনিস দেবেন না। অ্যাকোরিয়াম অথবা ফিশ বোল উপহার দেবার আগে বারবার ভাববেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here