অবশেষে জয়ের মুখ দেখলো ইস্টবেঙ্গল। অষ্টম ম্যাচের মাথায় চলতি আইএসএলে ৩ পয়েন্ট পেল লাল হলুদ-বাহিনী। যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডকে ১-০ গোলে পরাজিত করল শতাব্দী প্রাচীন ক্লাব। সপ্তম ম্যাচে তারা ড্র করেছিল মহমেডানের সঙ্গে।

ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন দিমিত্রি দিয়ামান্তাকোস। ২৩ মিনিটের মাথায় মাহদি তালালের পাস থেকে হেডে গোল করেন লাল-হলুদের দিমি। অস্কার ব্রুজন কোচ হয়ে আসার পর ইস্টবেঙ্গলের খেলায় যে পরিবর্তন এসেছে তা বোঝা গিয়েছিল এএফসি চ্যালেঞ্জার্স লিগে। সময়ের সঙ্গে সঙ্গে লাল-হলুদ ফুটবলারদের ঝাঁজ যে আরও বেড়েছে তা দেখা গেল শুক্রবারের যুবভারতীতে।

ম্যাচের দ্বিতীয় ছিল ঘটনা প্রবাহে ভরপুর। ইস্টবেঙ্গল ব্যবধান বাড়ানোর জন্য যেমন মরিয়া চেষ্টা চালিয়েছে তেমনই নর্থইস্টও ম্যাচে সমতা ফেরানোর জন্য কোনও খামতি রাখেনি। তবে, এই অর্ধকে যে দুটি ঘটনা হাইভোল্টেজ করে তুলল তা হল জোড়া লাল কার্ড। পিভি বিষ্ণুকে ফাউল করে ৭২ মিনিটে জোড়া হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন নর্থইস্টের মহম্মদ আলি বেমামার। এর ১৫ মিনিটের মাথায় জোড়া হলুদ কার্ড দেখার ফলে লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের লালচুংনুঙ্গা।

এই জয়ের ফলে আট ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়ালো ৪। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকা নর্থইস্টকে হারানো আগামী ম্যাচগুলিতে ইস্টবেঙ্গলের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে, সেটা নিশ্চিত ভাবেই বলা যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here