কুকুরের আক্রমণে ভয়ঙ্কর আহত হল সাপ। বাধ্য হয়ে তাকেই নিয়ে আসা হল হাসপাতালে। পশু চিকিৎসক অস্ত্রোপচার করার পর অবশেষে বাঁচল প্রাণ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নর্মদাপুরম এলাকায়। কুকুরের হামলায় আহত হয় ৭ ফুট লম্বা একটি ঢোঁড়া সাপ। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়েরা রক্তাক্ত অবস্থায় সেটিকে উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন সাপটির ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। এর পর পশু চিকিৎসক সাপটিকে অচেতন করে তার অস্ত্রোপচার করেন। ৯টি সেলাই পড়ে সাপটির গায়ে। অস্ত্রোপচারের পর তাকে জঙ্গলে ছেড়েও দেওয়া হয়।
গত ১২ নভেম্বর টুইটার হ্যান্ডলে পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিওটি।http://<blockquote class=”twitter-tweet”><p lang=”hi” dir=”ltr”>सांप का ऑपरेशन<br><br>मध्य प्रदेश के नर्मदपुराम में 7 फीट लंबे रैट स्नेक को कुत्तों के झुंड ने हमला कर दिया। मौके पर मौजूद लोगों ने उसे बचाया और पशु चिकित्सालय पहुँचाया। जाँच में पता चला कि फेफड़ा डैमेज होने से उसे सांस लेने में दिक्कत हो रही है। लिहाज़ा उसे एनेस्थीसिया देकर बेहोश… <a href=”https://t.co/GMlVEeA3Nk”>pic.twitter.com/GMlVEeA3Nk</a></p>— Aviral Singh (@aviralsingh15) <a href=”https://twitter.com/aviralsingh15/status/1856309518587634117?ref_src=twsrc%5Etfw”>November 12, 2024</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>