তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নজিরবিহীন আক্রমণের মুখে পড়লেন জুনিয়র ডাক্তারদের একাংশ। তিনি জানিয়েছেন তাঁর হাতে বেশ কিছু তথ্য এসেছে। আর সেটাই এবার প্রকাশ্যে আনলেন তিনি। সাংবাদিকদের সঙ্গে করা বৈঠকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের আন্দোলনকারী একাংশ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন কুনাল ঘোষ।

এবার কুণাল ঘোষের অভিযোগ, মঙ্গলবার রাতে উত্তরবঙ্গের একটি হোটেল থেকে বেশ কয়েকজন জুনিয়র ডাক্তারদের মহিলা–সহ আটক করে পুলিশ। কুণাল ঘোষ বিষয়টি নিয়ে বলেন, ‘‌আরে কাল রাতে হোটেলে কাদের নিয়ে শুয়েছিল?‌ জুনিয়র ডাক্তারদের কয়েকজনের দ্রোহের রাত্রিবাস দেখানো হোক। থানায় গিয়ে কেন পুলিশের হাতে পায়ে ধরতে হল? অনেক তো লাইভ স্ট্রিমিংয়ের দাবি করেছিল। এই সিসিটিভিটা দেখান। ওটা তো অ্যাভেলেবল।’‌

কুণাল ঘোষের অভিযোগ, আরজি কর হাসপাতালের চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুন করার ঘটনাকে সামনে রেখে একাংশ জুনিয়র ডাক্তার রাজনীতি করছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে পাল্টা থ্রেট কালচারের অভিযোগও এনেছেন তৃণমূল কংগ্রেস নেতা।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ড নিয়ে চিকিৎসকদের আন্দোলন, প্রতিবাদকে প্রথম থেকেই সুনজরে দেখেননি কুণাল ঘোষ। বারবার তাঁকে বিরোধিতা করতেই দেখা গিয়েছে। কিন্তু এমন অভিযোগ যে তিনি সাংবাদিক সম্মেলন করে সামনে আনবেন তা বোধহয় কেউ বুঝতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here