ফুটবল ভক্তদের জন্য অদ্ভুত নির্দেশিকা জারি করল প্যারাগুয়ে। লিওনেল মেসি’র জার্সি পরলেই শাস্তি! বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আর্জেন্টিনা’র। খেলাটি হবে প্যারাগুয়ের ঘরের মাঠে। কিন্তু সেখানকার ফুটবলপ্রেমীরা মেসি’র জার্সি পরতে পারবেন না। এমনই অদ্ভুত একটি নির্দেশিকা জারি করেছে প্যারাগুয়ে ফুটবল সংস্থা।

প্যারাগুয়ের কোচ ফের্নান্দো ভিলাসবোয়া তাঁদের সমর্থকদের ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তিনি বলেন, “আমাদের সমর্থকরা অন্য দলের জার্সি পরতে পারবেন না। মেসির সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই। আমরা সব ফুটবলারকে সম্মান করি। কিন্তু আমাদের মাঠে আমাদের দলের সম্মান সবার আগে। তাই আমাদের সমর্থকদের শুধু প্যারাগুয়ের জার্সিই পরতে হবে। কেউ এই নিয়ম ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে, স্কালোনি বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, “প্যারাগুয়ের সমর্থকরা নিজেদের দেশের জার্সি পরবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু মেসির প্রভাব অন্য রকম। মেসির জার্সি পরা মানে এই নয় যে তাঁরা আর্জেন্টিনার সমর্থক। তাঁরা প্যারাগুয়েরই সমর্থক। কিন্তু পাশাপাশি হয়তো মেসিকেও ভালবাসেন।” ১৫ নভেম্বর প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। এরপর ১৯ নভেম্বর দেশের মাটিতে পেরু’র বিরুদ্ধে নামবেন মেসি’রা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এখন ২২ পয়েন্ট নিয়ে সকলের শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়া’র পয়েন্ট ১৯।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here