বর্ষাকাল শেষ হয়ে শীত আসতে চলেছে কিন্তু মশার দৌরাত্ম্য কমেনি। সকাল থেকে রাত, জানালা-দরজা খোলার সঙ্গে সঙ্গে মশা দলবল নিয়ে হাজির হয় ঘরে। তারপরেই কামড় শুরু।  আজ আমরা আপনাকে এমন কিছু কার্যকর পদ্ধতি সম্পর্কে বলতে যাচ্ছি, যা করলে দরজা খোলা থাকলেও মশা ঘরে ঢুকতে পারবে না।

তুলসী গাছ লাগান

তুলসি গাছ মশা ঘরে ঢুকতে দেয় না। এর এমন বৈশিষ্ট্য রয়েছে যা মশাকে দূরে রাখে। এই গাছের বিশেষত্ব হল এর গন্ধ। আপনি তুলসি আপনার বাড়ির বাইরে, দরজার কাছে বা জানালার আশেপাশে রাখতে পারেন।

তুলসী গাছের উপকারিতা

ঘরে মশা ঢুকতে বাধা দেয়

বায়ু বিশুদ্ধ করে

ঘরে ইতিবাচক শক্তি বাড়ায়

মানসিক চাপ ও উদ্বেগ কমায়

ঘর থেকে মশা দূরে রাখার আরও কিছু উপায়

  1. নিম পাতায় মশা প্রবেশ রোধ করার বৈশিষ্ট্যও রয়েছে। এর জন্য ঘরের দরজা-জানালায় নিম পাতা রাখতে হয়।
  2. ল্যাভেন্ডার তেল ঘরে মশা আসা প্রতিরোধ করতে সাহায্য করে। এই তেলটি আপনার বাড়ির চারপাশে স্প্রে করুন।
  3. কিটোন মশাকে বাড়ি থেকে দূরে রাখে। এই তেল ঘরের দরজা-জানালায় লাগাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here