ট্রেনে ভ্রমণ করলেও অনেকেই রেলওয়ের বিভিন্ন নিয়ম সম্পর্কে অবগত নন। আপনি কি জানেন, কোনও কারণে যদি আপনি ট্রেন মিস করেন, তবে ওই টিকিটেই অন্য ট্রেনে চড়তে পারেন? কীভাবে জেনে নিন।
যদি আপনি ট্রেন মিস করেন, তবে আপনি একই রুটের অন্য ট্রেনে উঠতে পারেন। এর জন্য আপনাকে নতুন টিকিট কাটতে হবে না। তবে হ্যাঁ, জেনারেল টিকিট থাকলে, তবেই আপনি এই সুবিধা পাবেন।
রিজার্ভেশন বা আরএসি থাকা যাত্রীরা কিন্তু এই সুবিধা পাবেন না। আপনি যদি জেনারেল টিকিট নিয়ে অন্য ক্লাসে (যেমন স্লিপার বা এসি কোচ) ভ্রমণ করার চেষ্টা করেন, তাহলেও কিন্ত জরিমানা দিতে হবে।
যদি কোনও যাত্রীর কাছে রিজার্ভ টিকিট থাকে এবং কোনও কারণে ট্রেন মিস করেন, তবে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী আপনি টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারেন। এর জন্য আপনাকে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টার মধ্যে টিডিআর (TDR) ফাইল করতে হবে।