মহারাষ্ট্রে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ‘মিথ্যা’ প্রচার করা হচ্ছে। উত্তরবঙ্গ সফরে গিয়ে এ বার এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই মহিলাদের জন্য মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হয়। অন্যান্য রাজ্যে শুধু প্রতিশ্রুতিই দেওয়া হয়, টাকা মেলে না!
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, মহারাষ্ট্রে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ‘মিথ্যা’ প্রচার করা হচ্ছে। ভারতের অন্য কোনও রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের মতো মাসে মাসে টাকা দেওয়া হয় না। প্রচারের জন্য রাজনৈতিক দলগুলি অসত্য প্রতিশ্রুতি দেয়।
প্রসঙ্গত, ভোটপর্বে পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ধাঁচে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকার চালু করেছিল ‘লাডকি বহিন’ প্রকল্প। এই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। এর মধ্যেই আবার শিন্ডে প্রতিশ্রুতি দেন, বিধানসভা ভোটে জিতলে এই ভাতার পরিমাণ ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করা হবে। তার পরেই রাহুল গান্ধী, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে প্রমুখ মুম্বইয়ে বিরোধীদের ‘মহা বিকাশ আঘাড়ী’র যৌথ প্রচারের মঞ্চ থেকে ঘোষণা করেন, তাঁরা ক্ষমতায় এলে ‘মহালক্ষ্মী যোজনা’ চালু করে মহিলাদের মাসে তিন হাজার টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন।