কালীপুজোর ঠিক ১৫ দিন পর থেকেই শুরু হয় দেব দীপাবলির উৎসব। এই তিথিতে দেবাদিদেব মহাদেবের পুজো হয় কাশী ধামে। বলা হয়, তিনি ত্রিপুরাসুর নামে এক অসুরকে এই দিনে বধ করেছিলেন মহাদেব। এদিকে, জ্যোতিষশাস্ত্র মতে এই দেব দীপাবলির দিনে রয়েছে গজকেশরী যোগ। তার ফলে একাধিক রাশির জাতক-জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।

আগামী ১৫ নভেম্বর রয়েছে দেব দীপাবলি। এই শুভ সময়ে, চন্দ্র, বৃষ রাশিতে থাকবে। যার ফলে সে গুরুর সঙ্গে যুতি করে গজকেশরী যোগ তৈরি করবে। এছাড়াও সেই সময়, শনি, শুক্র, গুরুর অবস্থানের জেরে শশ রাজযোগ, পরিবর্তন যোগের মতো কিছু যোগ তৈরি হবে। দেখা যাক, এই যোগের ফলে লাকি কারা।

বৃষ: সব দিক দিয়ে এই সময় পাবেন সাফল্য। খুব ধনলাভ হতে পারে। সম্পত্তি কেনা কাটা হতে পারে। বহু দিন ধরে কেরিয়ার নিয়ে যে পরিশ্রম করে চলেছেন, তাতে পাবেন লাভ। উন্নতি আর বেতন বৃদ্ধির যোগ তৈরি হবে। অফিসে কাজের দায়িত্ব বাড়বে। জীবনে শান্তি আসবে।

কুম্ভ: দেব দীপাবলির দিন আপনাদের জন্য খুবই ভাল হবে। কেরিয়ারের দিক থেকে বহু প্রাপ্তি যোগ আসতে পারে। নতুন চাকরির অফার পেতে পারেন। ব্যবসায় আসবে মুনাফা। জীবনে আসবে শান্তি। বহু দিন ধরে যে সমস্যা চলছিল, তা কেটে যাবে। টেনশন কমবে।

মিথুন: এই সময় বাড়বে সাহস আর আত্মবিশ্বাস। কেরিয়ার নিয়ে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে পারেন। সন্তানকে নিয়ে কোনও সমস্যা হলে তার সমাধান হবে। পরিবারের সঙ্গে ভাল কাটবে সময়। আয়ের নতুন নতুন রাস্তা খুলবে। আইনি মামলায় সাফল্য আসবে। জীবন ভরবে খুশিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here