বাঙালি হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে, কালীপুজোর পরের দিন পালন করা হয় ভ্রাতৃদ্বিতীয়া। এই দিন মূলত ভাইয়েদের মঙ্গলকামনা করে তাঁদের দই-চন্দনের ফোঁটা দেয় বোনেরা এবং ভাইরা তাঁদের বোনেদের আজীবন সমস্ত বিপদ থেকে রক্ষার প্রতিশ্রুতি দেয়।  এবছর ভাইফোঁটা পড়েছে ৩রা নভেম্বর রবিবার। তবে এদিন ভাইফোঁটা দেওয়ার আগে বিশেষ কিছু নিয়মের উপর গুরুত্ব দিন। ভুলেও ভাইফোঁটা দেওয়ার সময় এই কাজগুলি করবেন না কেউ।

১) ভাইফোঁটা দেওয়ার সময় যেমন সময়ের গুরুত্ব দেন তেমনিই দিকেরও গুরুত্ব দিন। শাস্ত্র অনুসারে, ভাইফোঁটা দেওয়ার সময় ভাইয়ের মুখ যেন উত্তর বা উত্তর-পশ্চিম দিকে  থাকে। আর বোনেদের মুখ থাকবে পূর্ব বা উত্তর-পূর্ব দিকে।

২) ভাইফোঁটার দিন প্রত্যেক দিদি বোনেরা চেষ্টা করুন উপোস থাকার। ভাইকে ফোঁটা দেওয়ার পরই উপোস ভঙ্গ করুন। একেবারে উপবাস সম্ভব না হলে ছাতু, শরবত খেতে পারেন বা কোনও নিরামিষ খাবারও খেতে পারেন। বোনদের সঙ্গে ভাইরাও উপবাস করুন।

৩) ভাইফোঁটার মতো পবিত্র দিনে চেষ্টা করুন হলুদ কিংবা লাল সাদা যে কোনও জামা পরার। কালো রংয়ের পোশাক পরবেন না।

৪) এই বিশেষ দিনে ভাই কিংবা দাদারা, ভুলেও মিথ্যে কথা বলতে যাবেন না। বিশেষ করে বোনকে মিথ্যে কথা বলা থেকে এড়িয়ে যান। নাহলে যমরাজ আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন।

৫) ভাইফোঁটার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে নিন। বেলা করে ঘুম থেকে ওঠার ভুল করবেন না।

৬) দাদা, ভাইরা এদিন কারও কাছ থেকে ধার করে বোনকে উপহার দেবেন না। ধারের জিনিস সর্বদা আপনাদের সম্পর্ককে তিক্ত তৈরি করে তুলবে। প্রয়োজনে উপহার দেওয়ার দরকার নেই। ভালোবাসা এবং আশীর্বাদ সবচেয়ে বড় উপহার।

৭) বোন বা দিদি যদি অন্য কোথাও থাকেন, তাহলে এদিন চেষ্টা করুন সেখানে গিয়েই ভাইফোঁটা নেওয়ার। বোনের বাড়িতেই ভাত খাবেন, অন্য কোথাও নয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here