৩১ অক্টোবর দেশ জুড়ে মহাসমারোহে পালিত হয়েছে দীপাবলি। এই দিনে সারা দেশ সেজে উঠেছে প্রদীপের আলোতে। সকলেই প্রদীপ জ্বালান। কিন্তু প্রদীপ জ্বালার পর কী করেন সেই প্রদীপের? বেশিরভাগ ক্ষেত্রেই দীপাবলিতে জ্বালা প্রদীপের স্থান হয় আবর্জনার স্তূপে। কিন্তু এটা করা একেবারেই উচিৎ নয়।

জ্যোতিষবিদরা বলেন দীপাবলির পরে প্রদীপগুলিকে যেখানে সেখানে ফেলে দেওয়া উচিৎ নয়। দীপাবলির রাতে জ্বালার পর এর সঠিক ব‍্যবহার করা উচিত।

যেমন মন্দিরে গেলে ওই প্রদীপ জ্বেলে সঙ্গে নিয়ে যান।  পুজো দিতে গেলে দীপাবলির দিন জ্বালা প্রদীপ নিয়ে যেতে পারেন।

দীপাবলির দিনে লক্ষ্মী এবং গণেশের পুজো করা হয়। এতে ৫ টি প্রদীপ জ্বালা হয়। জ্যোতিষজ্ঞদের মতে, এই প্রদীপগুলি নদীর জলে ফেলে দিন। এটা করাই শুভ।

তবে দেবী লক্ষ্মীর পুজোর সময় প্রতি বছর নতুন প্রদীপই জ্বালা উচিত। পুরনো প্রদীপ বাড়ির উঠোনে বা অন‍্য যেকোনও জায়গায় ঘর সাজাবার জন‍্য ব‍্যবহার করতে পারেন। তবে পুজোর ক্ষেত্রে অবশ‍্যই নতুন প্রদীপ জ্বালা উচিত।

মাটির প্রদীপগুলিকে মাটিতে পুঁতেও দিতে পারেন। নদীতেও ভাসিয়ে দিতে পারেন। আপনার বাড়ির কাছে যদি কোনও নদী বা পুকুর না থাকে তবে এই প্রদীপগুলি বাড়ির এমন জায়গায় রাখুন যেখানে কেউ দেখতে না পারে। এটি শুভ বলে মনে করা হয়। অভাবীকে দান করলেও শুভ ফল পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here