অলিম্পিক্সের ফাইনাল থেকে বাতিল হয়ে গিয়েছেন বিনেশ ফোগাট। ফলে সারা ভারতের মন খারাপ।  তাঁর বাতিল হওয়া প্রসঙ্গে উঠছে নানা প্রশ্ন। এই নিয়ে উত্তর দিলেন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের (ইউডব্লিউডব্লিউ) সভাপতি নেনাদ লালোভিচ। এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে সার্বিয়ার কুস্তিকর্তা জানিয়েছেন নিয়ম সবার জন্য সমান। তাই নিয়ম বহির্ভূত কাজ করা সম্ভব হয়নি।

বুধবার রাতে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের সোনার পদকের জন্য লড়াই করার কথা ছিল। মাত্র ১০০ গ্রামের জন্য তাঁকে প্রতিযোগিতা থেকেই বাতিল করে দেওয়া হয়েছে এ দিন সকালে। ৫০ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুমোদিত ওজনের থেকে বিনেশের ১০০ গ্রাম বেশি ছিল। এ প্রসঙ্গে লালোভিচ বলেছেন, ‘‘আমাদের সকলের উচিৎ নিয়মকে মান্য করা। যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। বিনেশের জন্য আমারও খারাপ লাগছে। ওর ওজন সামান্য বেশি ছিল। কিন্তু নিয়ম তো নিয়মই। সব কিছুই পরিষ্কার। সবার সামনে সব কিছু হয়েছে। সেখানে অন্য খেলোয়াড়েরাও ছিল। অনুমোদিত ওজন বজায় রাখতে ব্যর্থ এক জনকে কী করে অনুমতি দেওয়া যায়? প্রতিযোগিতা নিয়ম অনুযায়ী চলবে।’’

বিনেশ ফাইনালে উঠেছিলেন, তাই তাঁকে রৌপ্য পদক দেওয়া উচিৎ -এই দাবি তুলেছেন অনেকেই। এই প্রসঙ্গে লালোভিচ বলেছেন, ‘‘অসম্ভব। এ ভাবে পদক দেওয়ার কোনও সুযোগ নেই। ওজনের জন্য ও অন্য ক্যাটেগরিতে চলে যাচ্ছে। আমরা কেউ নিয়মের বাইরে যেতে পারি না। সবাইকে এক নিয়ম মেনে চলতে হয়। এ রকম ক্ষেত্রে সকলেই একটা শেষ চেষ্টা করে। ভারতও আবেদন করেছে। কিন্তু তাতে কিছু বদল হওয়া সম্ভব নয়।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here