সারা দেশের চোখ ছিল কুস্তিগীর বিনেশ ফোগতের দিকে। সম্পূর্ণ নিশ্চিত হয়ে গিয়েছিল তাঁর পদক জেতা। বুধবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় ফাইনালে নামার কথা ছিল।
কিন্তু বুধবার সকালেই আছড়ে পড়ল দুঃসংবাদ। জানা গিয়েছে, ফাইনালের দিন সকালে ওজন বেশি হওয়ায় বাতিল হয়ে গিয়েছেন বিনেশ। রুপো তো নয়ই, কোনও পদকই পাবেন না ভারতীয় কুস্তিগীর।
ভারতীয় অলিম্পিক সংস্থা থেকে জানানো হয়েছে, ওজন বেশি হওয়ার কারণে বাতিল করা হয়েছে বিনেশকে। যিনি এবারের অলিম্পিক্সে নেমেছিলেন ৫০ কেজি বিভাগে। এমনিতে কেরিয়ারে বরাবর ৫৩ কেজি বিভাগে লড়াই করেছেন বিনেশ। তবে অলিম্পিক্সের যোগ্যতা অর্জনকারী পর্বে অন্তিম পাংহাল ৫৩ কেজি বিভাগের যোগ্যতা পাওয়ায় তিনিই প্যারিসে সেই বিভাগে নামছেন। অলিম্পিক্সে নামার জন্য বিনেশের একমাত্র দরজা খোলা ছিল ৫০ কেজি বিভাগ। সেই মতো শরীরের ওজন কমিয়ে ৫০ কেজি বিভাগে অবাছাই হিসাবে নেমেছিলেন বিনেশ। মঙ্গলবার তিনটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিলেন। নিশ্চিত হয়ে গিয়েছিল পদক। ফাইনালে বিনেশের খেলার কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সারা অ্যান হিলড্রেব্রানট (Sarah Ann Hildrebrandt)-এর বিরুদ্ধে। ভারতীয় সময় বুধবার রাত ১২.৩০-এ (ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার) ছিল সেই ম্যাচ।
তবে বুধবার বেলা বারোটা নাগাদ জানা যায় দুঃসংবাদ। জানা গিয়েছে, এদিন সকালে নিয়মমাফিক ওজন মাপার সময় দেখা যায়, বিনেশের ওজন নির্ধারিত ৫০ কেজি থেকে সামান্য বেশি। কোনও কোনও সূত্র থেকে বলা হচ্ছে, বিনেশের ওজন ১০০ গ্রাম বেশি পাওয়া যায়। এ-ও জানা গিয়েছে যে, যেহেতু তাঁর ফাইনাল ম্যাচের বেশ কয়েক ঘণ্টা বাকি ছিল, তাই ভারতীয় শিবির থেকে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির কাছে সময় চেয়ে আবেদন করা হয়। যাতে ওজন ঝরিয়ে ফেলার আরও কয়েক ঘণ্টা বাড়তি সময় পান বিনেশ। কিন্তু সেই দাবি নাকচ হয়ে গিয়েছে বলেই খবর।
সংবাদসংস্থা এএনআইকে ভারতীয় অলিম্পিক সংস্থা থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘ওজন বেশি হওয়ার কারণে বিনেশ ফোগতকে মহিলাদের কুস্তির ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগ থেকে বাতিল করা হয়েছে। সারারাত ধরে গোটা দল অনেক চেষ্টা করার পরেও বিনেশের ওজন ৫০ কেজির সামান্য বেশি থেকে যায়। এখনই এ নিয়ে ভারতীয় শিবির থেকে আর কোনও বিবৃতি দেওয়া হবে না। বিনেশের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর আবেদন করা হচ্ছে। সকলকেই বাকি খেলাগুলিতে মনোনিবেশ করতে হবে।’