বর্ডার গাভাস্কর ট্রফি সিরিজে দলের গুরুত্বপূর্ণ এক অলরাউন্ডারকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে অজি শিবিরে। চোট রয়েছে ক্যামেরুন গ্রিনের। সেই চোট সারাতে নিউজিল্যান্ডে যেতে চলেছেন অজি অলরাউন্ডার। তাই আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে না-ও দেখা যেতে পারে তাঁকে।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সেই সিরিজ শুরুর আগে গ্রিন’কে নিয়ে চিন্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া। শেফিল্ড শিল্ডের শুরুতেই চোটের কারণে বাদ পড়েছেন গ্রিন। দ্বিতীয় রাউন্ডেও খেলতে পারবেন না তিনি। অস্ট্রেলিয়া এ দলের হয়েও খেলার কথা ছিল গ্রিনের। কিন্তু এখন সেটাও অনিশ্চিত। এই সপ্তাহের মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হতে পারে গ্রিনকে না পাওয়ার কথা। ২৫ বছরের তরুণ অলরাউন্ডার সাধারণত নীচের দিকে ব্যাট করতেন। কিন্তু ডেভিড ওয়ার্নার অবসর নেওয়ার পর স্টিভ স্মিথকে ওপেনার হিসাবে খেলানো হয়, সেই কারণে ব্যাটিং অর্ডারে তুলে নিয়ে আনা হয়েছে তাঁকে। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭৪ রান করেছিলেন তিনি। সেই গ্রিনকে না-ও পেতে পারে অস্ট্রেলিয়া। তবে তাঁকে দলে ফেরানোর যথেষ্ট চেষ্টা চালাবে অজি ক্রিকেট সংস্থা। যদি তারা শেষ পর্যন্ত সফল না হতে পারে, সে ক্ষেত্রে বেশ খানিকটা চাপে পড়তে পারে তারা।