কিছু দিন পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে যাবে ভারত। আসন্ন নভেম্বরে অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন গৌতম গম্ভীরের ছাত্ররা। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর জায়গায় দলকে কে নেতৃত্ব দেবেন, তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা।
শুভমন গিল
আসন্ন এই টেস্ট সিরিজে অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে শুভমনকে। কোচ গৌতম তরুণদের দিকে বিশেষ নজর দেন। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে শুভমন’কে অধিনায়ক হিসেবে খেলাতে পারেন তিনি। শেষ ছ’টি টেস্টের তিনটিতে শতরান করেছেন তরুণ ক্রিকেটার। জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন শুভমন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজে সহ-অধিনায়ক ছিলেন তিনি। দলীপ ট্রফিতেও তাঁকে অধিনায়ক হিসাবে দেখা গিয়েছিল। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক হিসাবেও দেখা যেতে পারে শুভমন’কে।
জশপ্রীত বুমরাহ
ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই পেস বোলার যদি টস করতে যান কিংবা জাতীয় দলকে নেতৃত্ব দেন, তা হলে সেই নিয়ে অবাক হওয়ার মতো কোনও বিষয় নেই। যদিও বাংলাদেশের বিরুদ্ধে বুমরাহকে সহ-অধিনায়ক পদ দেওয়া হয়নি। তবে এর আগে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে রোহিতের ডেপুটি হিসাবে কাজ করেছেন বুমরাহ। ২০২২ সালে এজবাস্টনে রোহিতের অনুপস্থিতিতে একটি টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।
ঋষভ পন্থ
গাড়ি দুর্ঘটনার আগে ভারতীয় দলের ভবিষ্যতের অধিনায়ক হিসাবে পন্থের নাম শোনা যাচ্ছিল। বিশেষ করে টেস্টে রোহিতের পর আগ্রাসী ক্রিকেট অধিনায়ক হিসেবে পন্থের কথা ভাবা হচ্ছিল তাঁকে। কিন্তু দুর্ঘটনার কারণে ১৪ মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন পন্থ। কিন্তু তিনি ফিরেছেন। আইপিএল, টি২০ বিশ্বকাপের পর টেস্টেও দাপটের সঙ্গে ব্যাট করেছেন। ২১ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরে খেলেছেন নিজেকে প্রমাণ করেছেন তরুণ তারকা। ২৭ বছরের এই উইকেটরক্ষক ব্যাটারের উপর নেতৃত্বের দায়িত্ব দেওয়ার কথা ভাবতেই পারেন গৌতম গম্ভীর’রা।