সব কিছু বাধা বিপত্তিকে দূরে সরিয়ে লক্ষ্যে অবিচল থাকলেই আসে সাফল্য। একথাই বলে গিয়েছেন প্রাচীণ ভারতের সর্বশাস্ত্রজ্ঞ চাণক্য। তাঁর নীতি আজও আমাদের জীবনের চলার পথের পাথেয়। চাণক্য তাঁর নীতিশাস্ত্র গ্রন্থে সাফল্য লাভের জন্য সঠিক পথের সন্ধান দিয়েছেন।

চাণক্য বলেছেন যে আমাদের জীবনে চলার পথে অনেক সময় নানা বাধা আসে। যদি দেখা যায় জীবনে চেষ্টা করেও সাফল্য লাভ করা যাচ্ছে না, তাহলে যে পদ্ধতিতে কাজ করছেন তা বদলে ফেলাই বুদ্ধিমানের কাজ।

আপনার সামনে যদি কোনও বড় লক্ষ্য থাকে, তাহলে প্রথমদিকে ব্যর্থতার সম্ভাবনাও বেশি হয়। মনের ভয়ই হল এই ব্যর্থতার কারণ। চাণক্য নীতি অনুসারে ভয় আমাদের মনের কল্পনা ছাড়া আর কিছুই নয়। যদি নিজের লক্ষ্য অর্জন করতে চান, তাহলে ভয়কে জয় করে কঠোর পদক্ষেপ নিতে হবে।

চাণক্য বলেছেন, যে কাজে আপনি আগ্রহী এবং যে কাজ করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে, সেই কাজে নিজের পুরো মনপ্রাণ দিয়ে দিন। কে কী বলল তাতে কান দেবেন না। কান দিলে আখেরে ক্ষতি বই লাভ হবে না কিন্তু।

চাণক্য বলেছেন সফল হতে গেলে সবার আগে নিজের উপর আস্থা রাখা প্রয়োজন। সমস্ত নেতিবাচক চিন্তাকে মন থেকে সরিয়ে দিয়ে একাগ্র চিত্তে কাজ করে যেতে হবে।  

চাণক্যর পরামর্শ, ভবিষ্যৎ নিয়ে অনর্থক চিন্তা না করে, অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সঠিক পদক্ষেপ নেওয়া। তাহলেই ভবিষ্যৎ সুন্দর হবে।

একবার সাফল্য পেয়ে গেলে গর্ব ও অহংকার আমাদের মনে বাসা বাধে। আর অহংবোধ থেকেই শুরু হয় মানুষের পতন। তাই সাফল্য ধরে রাখতে নিজে গর্ব ত্যাগ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here