রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি। তাই আরজি কর-সহ রাজ্যের তিনটি মেডিক্যাল কলেজের দল যাচ্ছে বন্যাবিধ্বস্ত এলাকাগুলিতে। জুনিয়র ডাক্তাররা সঙ্গে নিয়ে যাচ্ছেন জল, ওষুধ, শুকনো খাবার। তাঁদের দল শুক্রবারই বিভিন্ন জেলার উদ্দেশে রওনা দিচ্ছেন। বন্যাকবলিত এলাকায় ক্যাম্প করবেন জুনিয়র ডাক্তারেরা।
শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় আরজি কর ছাড়াও যাচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং বাঁকুড়া মেডিক্যাল কলেজ থেকে একটি করে দল। পানীয় জল, শুকনো খাবার, ত্রিপল সহ অন্যান্য সবরকম প্রয়োজনীয় জিনিসপত্র ও ওষুধ সঙ্গে করে নিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তারদের সংগঠনের তরফে একটি বিবৃতিতে মারফত তাঁরা বলেছেন, ‘‘যাঁরা আমাদের পাশে থেকেছেন, এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকা জরুরি। ডাক্তার হিসাবে ওঁদের সাহায্য করাই আমাদের কর্তব্য। নির্যাতিতা থাকলে তিনিও এই কাজই করতেন। এই কঠিন পরিস্থিতিতে একসঙ্গে কাজ করে আমরা পরিবর্তন নিয়ে আসব।’’
আপাতত স্বাস্থ্য পরিকাঠামোয় বদল আনতে নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকার পর সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তারেরা জানান, তাঁরা শুক্রবার থেকে অবস্থান তুলে নেবেন। আংশিক কর্মবিরতি চলবে। জরুরি পরিষেবায় তাঁরা শনিবার থেকে যোগ দেবেন।