আজ শুক্রবার রাস পূর্ণিমা। এই বিশেষ দিন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। রাস পূর্ণিমার দিন কয়েকটি সহজ টোটকা পালন আমাদের জীবনে নিয়ে আসতে পারে অর্থ ও সৌভাগ্য।
রাস পূর্ণিমায় তুলসী পাতা তুলবেন না। খুব প্রয়োজন হলে আগের দিন তুলে রাখুন। এটি পালন করলে সংসারে সৌভাগ্য আসে।
অর্থের সঞ্চয় ও সমৃদ্ধির জন্য রাস পূর্ণিমার আগের দিন একটি নাভিশঙ্খের রুপোর আংটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। তারপর সেই আংটি রাস পূর্ণিমার দিনে তর্জনিতে ধারণ করুন। মহিলারা বাঁ হাতে এবং পুরুষরা ডান হাতে ধারণ করবেন।
এই দিনে নখ, চুল এবং দাড়ি কাটা নিষিদ্ধ।
রাস পূর্ণিমার দিন ভোরবেলা গঙ্গাস্নান করুন। এতে শরীর ও মনের পবিত্রতা বজায় থাকবে।
এই দিনে নিজেদ্র সাধ্য অনুযায়ী চাল, ময়দা বা সাদা কাপড় দান করুন। এতে চন্দ্রের শুভ প্রভাব জীবনে আসে।
রাস পূর্ণিমায় রান্নাঘরের কয়েকটি জিনিস যেমন তেল, নুন, চাল এবং হলুদ শেষ হতে দেওয়া উচিত নয়। এগুলো ঘরে রাখা শুভ এবং তা ঘরে সমৃদ্ধি বজায় রাখে।
রাস পূর্ণিমায় রাধাকৃষ্ণ, গোপাল এবং লক্ষ্মী-নারায়ণের পুজো করাও খুব ভাল। এতে জীবনে সৌভাগ্যের আগমন ঘটে।
রাস পূর্ণিমার দিনে সন্ধ্যাবেলা বেলগাছের নীচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে বিবেচিত হয়।
এই দিনে ঠাকুরকে সাদা রঙের মিষ্টি নিবেদন করুন। এতে ভগবানের বিশেষ আশীর্বাদ প্রাপ্তি হয়।
রাস পূর্ণিমার দিন চালের পাত্রে একটি লাল কাপড়ে একটি কাঁচাহলুদ, একটি কড়ি এবং একটি গোমতী চক্র রেখে দিন। চাল যেন কোনও ভাবেই পুরোপুরি শেষ না হয় সেটা দেখবেন। এতে ঘরে অর্থ প্রবাহ বৃদ্ধি পায়।