হাতে গোনা কয়েকটা মাস পরেই শুরু হতে চলেছে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথন। গত বুধবার এই প্রতিযোগিতারই দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল। চলতি বছর ১৫ ডিসেম্বর(রবিবার) আয়োজিত হবে টাটা স্টিল কলকাতা ম্যারাথন। আসন্ন সংস্করণে মোট অর্থ পুরস্কার রাখা হচ্ছে ১ লক্ষ ৪২ হাজার ২১৪ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রার হিসেবে প্রায় ১কোটি ২০ লক্ষ টাকার কাছাকাছি।
আজ (১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) সকাল সাতটা থেকে শুরু হয়ে যাবে অন গ্রাউন্ড ও ভার্চুয়াল রেজিস্ট্রেশন। আগ্রহীরা সরাসরি এই (https://tatasteelworld25k.procam.in/) লিঙ্কে প্ৰবেশ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। টাটা স্টিলের এই কলকাতা ম্যারাথনকে দ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল (The World Athletics Gold Label) প্রতিযোগিতার তকমা দেওয়া হয়েছে। এখানে পুরুষ ও মহিলা প্রতিযোগীদের জন্য রয়েছে সমান অর্থ পুরস্কার। এছাড়াও চিকিৎসার অত্যাধুনিক সুযোগ সুবিধা এবং স্যানিটাইজড রুট সহ একাধিক ব্যবস্থাপনা রয়েছে ক্রীড়াবিদদের জন্য। বুধবার শহরের এক বিলাসবহুল হোটেলে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে উপস্থিত টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসের সহ সভাপতি চাণক্য চৌধুরী বলেছেন, “আমাদের বিশ্বাস সকলকে এক সূত্রে বাঁধতে ও অনুপ্রেরণা দিতে পারে খেলাধুলো। টাটা স্টিল ম্যারাথন এখন আর শুধু দৌড় নয়, এটা ফিটনেস, সংহতি ও দায়বদ্ধতার উদযাপনও।”