এমন কিছু রহস্য আমাদের পৃথিবীতে আছে যা বিজ্ঞানের পরিভাষাতেও সমাধান অসম্ভব। তেমনই একটি রহস্যময় স্থান হল বৃন্দাবন। এর স্থান কৃষ্ণের লীলাভূমি।
অনেকেই দাবি করেন যে বৃন্দাবনের নিধিবনে শ্রীকৃষ্ণকে রাসলীলা করতে দেখেছেন। এখানে শুধুমাত্র কৃষ্ণ নয়, অনেকেই অনুভব করেছেন রাধা এবং তার সখীদের বিচরণ।
মন্দিরের মধ্যে যে জঙ্গল গুলি রয়েছে, সেখানে লুকিয়ে রয়েছে কৃষ্ণের গোপিনী। রাতের বেলায় কৃষ্ণের গোপীনীরা নিজের রুপে ফিরে আসেন এবং রাসলীলাতে মত্ত হন। অনেকেই মন্দিরে নুপুরের আওয়াজ শুনতে পেতেন রাতের বেলায়। ভক্তরা বিশ্বাস করেন যে, মানুষের ভক্তি গানে আজো এই মন্দিরে ছুটে আসেন এবং কৃষ্ণ।
এই মন্দিরের ভেতরে এমন একটি ঘর রয়েছে যেখানে রুপোর গ্লাস রেখে যাওয়া হয়। অনেক সময় দেখতে পাওয়া যায় এই গ্লাসের স্থান পরিবর্তন হয়েছে। রঙ মহল নামে এই ঘরের মধ্যে বহু অলৌকিক কার্যকলাপ দেখতে পাওয়া গেছে বহুবার। সন্ধ্যা আরতির পরে মন্দিরে ভক্তদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়। দেবতাদের উদ্দেশ্যে পুরোহিতরা খাবার সাজিয়ে চলে যান। পরদিন সকাল পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না কাউকে।
Home অন্যান্য খবর