অগ্রহায়ণ বা অঘ্রাণ মাসের উল্লেখযোগ্য পার্বণ হল ইতু পুজো৷ গ্রামবাংলার লোকজ উৎসবের মধ্যে অন্যতম ইতু পুজো৷
একটি মত বলে ইতু পুজো আসলে সূর্যদেবের পুজো৷ সূর্যদেবের অপর নাম সবিতা। এই সবিতারই অপভ্রংশ হল ইতু৷ কোনও কোনও মত আবার বলে ইতুপুজো আসলে দেবরাজ ইন্দ্রের পুজো।
একটি মাটির ঘটে মাটি ভরে কচু, কলমি লতা, আখ, শুষনি, ধান, পাঁচ কলাই প্রভৃতি গাছ এবং বীজ বপন করে ইতু বানিয়ে তাকে পূজা করা হয়।
অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ব্রাহ্মণ দিয়ে নৈবেদ্য সহযোগে পুজো করাতে হয় এবং ইতুর ব্রত কথা শুনতে হয়। মনে করা হয় নিষ্ঠা ভরে ইতু পুজো পালন করলে সংসারে অর্থ, সুখ সমৃদ্ধি, শ্রী ভরে থাকে৷
কার্তিক সংক্রান্তিতে এই ব্রত শুরু হয়। পুরো অগ্রহায়ণ মাস ধরে এই ব্রত পালন করা হয়। অগ্রহায়ণের সংক্রান্তির দিন এই ব্রত শেষ হয় ইতু ঘট বিসর্জনের মধ্য দিয়ে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এ বছর ইতুপুজো শুরু হয়েছে ৩০ কার্তিক, শনিবার বা ১৬ নভেম্বর৷ এই ব্রত শেষ হবে ২৯ অগ্রহায়ণ, রবিবার৷ ইংরেজিতে ১৫ ডিসেম্বর৷
গুপ্তপ্রেস পঞ্জিকা অনযায়ী ইতুপুজো শুরু হয়েছে ৩০ কার্তিক বা ১৬ নভেম্বর, শনিবার৷ ইতুপুজোর সমাপন এবং বিসর্জন হবে ৩০ অগ্রহায়ণ, ১৬ ডিসেম্বর৷