সঙ্গীহারা হলেন মুনমুন সেন। প্রয়াত হলেন তাঁ স্বামী মহানায়িকা সুচিত্রা সেনের জামাই ভরত দেব বর্মা। মঙ্গলবার  ১৯ নভেম্বর সকালে মুনমুনের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ত্রিপুরার রাজ পরিবারের সন্তান ছিলেন ভরত দেব বর্মণ। তাঁর মাতামহী ছিলেন কোচবিহারের রাজকুমারী। জয়পুরের রাজকুমারী গায়ত্রী দেবী ছিলেন ভরতের মাসি। পরিবার সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হন ভরত দেব বর্মা।

সূত্রের খবর এদিন সকালে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে। অসুস্থ বোধ করায় তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। তবে শেষ রক্ষা হল না। যাওয়ার আগেই সব শেষ। সকাল ন’টায় প্রয়াত হন ভরত দেব বর্মা।

যদিও শহরে ছিলেন না মুনমুন সেন ও রাইমা সেন। সকালে খবর পেয়েই কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা। ইতিমধ্যেই খবর পেয়ে শোকজ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৭৮ সালে বিয়ে করেছিলেন অভিনেত্রী মুনমুন সেনকে। মুনমুন ও ভরতের দুই কন্যা, রিয়া সেন ও রাইমা সেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here