প্রথমবার ইস্টবেঙ্গল-মোহনবাগানের স্লোগান হয়তো এক হত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এক পোস্ট। বলা হচ্ছিল ১৮ তারিখ ডার্বির একটিই স্লোগান হোক আরজিকরের বিচার চাই। কিন্তু সে স্লোগান শোনা যাওয়ার পথই হয়ে গেল বন্ধ। বাতিল করে দেওয়া হল ১৮ তারিখের ডার্বি।

রবিবাসরীয় ডার্বি হবে কিনা, তা নিয়ে চর্চা হচ্ছিল শুক্রবার থেকেই। শনিবার জানিয়ে দেওয়া হল ডুরান্ডের এই বড় ম্যাচ হচ্ছে না রবিবার। শুক্রবার থেকেই ময়দানে ছিল টিকিটের লাইন। সবাই ডুরান্ড ডার্বি দেখতে চান, হয়তো প্রতিবাদে সোচ্চারও হতে চান। তাই টিকিটের ছিল লম্বা লাইন। শুক্রবার অফলাইনে টিকিট দেওয়া হয়। যারা পাননি তাঁদের দুঃখ করতেও দেখা যায়।

কিন্তু এর মধ্যেই খবর হল বাতিল করে দেওয়া হল ডুরান্ড ডার্বি। সূত্রের খবর, শহরের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশের তরফে যুক্তি দেওয়া হয়, শহরে বিভিন্ন জায়গায় এত পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে যে ডার্বির জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন সম্ভব নয়।

এদিকে দুই দলের সমর্থকদেরই পরিকল্পনা ছিল উই ওয়ান্ট জাস্টিস এর টিফো, ব্যানার এসব নিয়ে মাঠে প্রবেশের। কিন্তু পুলিশ আগেই এই বিষয় নিয়ে আপত্তি জানিয়েছিল। ফলে আপাতত খানিক স্বস্তি যে উর্দিধারীদের মহলে তা আর বলার অপেক্ষা রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here