পাহাড় পছন্দ করেন না এমন মানুষ পাওয়া মুশকিল। তবে ইদানিং সময়ে দার্জিলিং, গ্যাংটকের থেকে মানুষ বেশি পছন্দ করছেন বিভিন্ন অফবিট স্থানকে। এইসব জায়গার নিরালা, নিঃস্তব্ধতা মানুষকে এনে দেয় শান্তি। এমনই এক জায়গা হল চাটাইধুরা।
দার্জিলিং শহর থেকে মাত্র ১৮ কিমি দূরে অবস্থিত চাটাইধুরা। ছবির মতো সুন্দর গ্রাম। প্রায় ৬৯৫৬ ফুট উচ্চতায় রয়েছে এই গ্রাম। কুয়াশায় মোড়া এক নৈসর্গিক সৌন্দর্য বিরাজ করে সর্বদা এই গ্রামে।
একাধিক হোমস্টে রয়েছে চাটাইধুরাতে। তাই থাকার অসুবিধা নেই। পাহাড়ে বেড়াতে গেলে যা কিছু চান আপনি সবটা পাবেন এখানে। চাটাইধুরাতে পাহাড়ের কোলে আছে শিবের একটি সুন্দর মন্দির। কাছাকাছি যে সমস্ত পর্যটনসমৃদ্ধ জায়গাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হল ঘুম মনাস্ট্রি, ঘুম রেল স্টেশন, টাইগার হিল, হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট সহ একাধিক দ্রষ্টব্য জায়গা।
তবে এখানে এলে হাওয়াঘর ভিউ পয়েন্টে যেতে ভুলবেন না। পাহাড়ি পথ দিয়ে আঁকাবাঁকা পথে গেলেই দেখা মিলবে হাওয়াঘরের। বর্ষার পরে এই রাস্তায় জোঁকের উৎপাত থাকে। ফুল প্যান্ট আর ঢাকা জুতো পরে অবশ্যই যাবেন। হাওয়াঘরের কাছে এসে শেওলায় ঢাকা সিঁড়ি দিয়ে উঠে পড়ুন ব্রিটিশ আমলে তৈরি ভিউ পয়েন্টে। এখান থেকে মাত তিন কিলোমিটার দূরত্বে রয়েছে লেপচাজগত। গুহা মন্দিরটা দেখতে ভুলবেন না। নিশ্চিন্ত নিরিবিলিতে দিন দুয়েক কাটিয়ে দেওয়ার জন্য চাটাইধুরা বেশ সুন্দর।
কীভাবে আসবেন
নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি গাড়িতে আসতে পারেন চাটাইধুরা। এখানকার দূরত্ব প্রায় ৭২ কিমি। এছাড়া দার্জিলিংগামী বাসে ঘুম পর্যন্ত এসে, তারপর সুখিয়াপোখরির গাড়িতে শিবমন্দির স্টপেজে নেমে পড়ুন। অখানেই থাকার জন্য হোমস্টে পেয়ে যাবেন।