বর্তমান যুগে দাঁড়িয়ে কম-বেশি আমাদের সকলের বাড়িতেই বেসিন রয়েছে। ঘুম থেকে উঠে মুখ ধোয়া থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে অবধি হাত-মুখ ধুতে ব্যবহা করে থাকি এটি। অনেক সময় বেসিনে জল পড়ার কিংবা ময়লার দাগ পড়ে যায়। এটি পরিষ্কার করাও জরুরি। এতে করে আর কঠিন জলের দাগ এবং আয়রণ থেকে হওয়া দাগগুলো আর দীর্ঘস্থায়ী হবে না। দেখে নিন চটজলদি পরিষ্কারের টিপস।

পোর্সেলিনের ওয়াশ বেসিন চকচকে রাখতে বেকিং সোডা, লেবুর রস আর কয়েক ফোঁটা বাসন ধোয়ার লিক্যুইড সাবান মিশিয়ে নিন। এবার মিশ্রণটি বেসিনে মাখিয়ে কিছুক্ষণ ওইভাবেই রেখে দিন। তারপর স্ক্রাবার দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন।

স্বচ্ছ কাচের বেসিনে দাগ-ছোপ দূর করতে জল আর ভিনিগারের মিশ্রণ ব্যবহার করুন। পরিষ্কারের পর শুকনো কাপড় দিয়ে মুছে নিতে ভুলবেন না।

সিরামিকের বেসিনে অ্যাসিড বা কড়া সাবান ব্যবহার করবেন না। লিক্যুইড বা গুঁড়া সাবান দিয়ে পরিষ্কার করুন। সিরামিকের বেসিনে অ্যাসিড বা কড়া সাবান ব্যবহার করবেন না। লিক্যুইড বা গুঁড়া সাবান দিয়ে পরিষ্কার করুন।

বেসিনের পাইপ অনেক সময় ময়লা জমে বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে ড্রেনের মুখে নেট ব্যবহার করলে খুব দ্রুত ময়লা পরিষ্কার করা যায়।

সিংক পরিষ্কার রাখতে লিক্যুইড বা গুঁড়া সাবান নিয়ে স্ক্রাবারের সাহায্যে তেল চিটচিটে এবং দাগযুক্ত জায়গা ভালোভাবে ঘষে পরিষ্কার করুন। স্যাভলন অথবা ডেটল দিয়ে চারপাশ মুছে জল দিয়ে ধুয়ে ফেলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here