সলমন খানকে কোনওদিন নীল ব্রেসলেট ছাড়া দেখা যায়নি। ভাইজানের অনেক মহিলা অনুরাগী তাঁদের প্রিয় মানুষকে এমন ব্রেসলেট উপহার দিয়ে থাকেন। জানেন কি সলমন খানের এই নীল পাথরের হাতের গয়নাটির মাহাত্ম্য?

সলমন নিজে মনে করেন এই ব্রেসলেট তাঁর জন্য অত্যন্ত শুভ। একবার এক ভক্তকে এই ব্রেসলেটের আসল সত্য সম্পর্কে জানিয়েছিলেন সল্লু মিয়াঁ। সেটিই আবার ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে ভাইজান বলেছেন, “আমার বাবা এটা সবসময় পরত। বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে বাবার হাতে ব্রেসলেটটা দেখে খুব কুল লাগত আমার। ছোটরা যেমন বড়দের জিনিস নিয়ে খেলা করে আমিও করতাম সেটি নিয়ে। তারপর যখন অভিনয় জগতে পা রাখি বাবা আমাকে ঠিক ওরকম একটা ব্রেসলেট উপহার হিসেবে দেন। এটায় যে পাথর বসানো, ওটাকে বলে ফিরোজা।”

এই ফিরোজা পাথরের বিশেষত্ব কী? সেকথাও নির্দ্বিধায় জানিয়েছেন সলমন। কিভাবে ফিরোজা পাথরটি সল্লু মিয়াঁর জীবনের দিকে আসা নেতিবাচক প্রভাবকে নিজের মধ্যে নিয়ে নেয় তা জানা গিয়েছে ভাইজানের কথাতেই। সলমন খানের কথায়,  “যখনই কোনও নেতিবাচক জিনিস তোমার দিকে আসে তখন এই পাথরটি সবার আগে নিয়ে নেয়। তখন এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ তৈরি হয়। তারপর গায়ে ফাটল ধরে। এটা আমার সাত নম্বর পাথর।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here