হিন্দুধর্মে কুম্ভ মেলা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। কুম্ভ মেলা ও ১২ সংখ্যা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। বৈদিক জ্যোতিষ অনুসারে যে কোনও শুভ কাজ করার জন্য বৃহস্পতি গ্রহের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। আজ আমরা জেনে নেব কেন প্রতি ১২ বছর পরপর মহাকুম্ভ আয়োজিত হয়।
হিন্দুধর্মে ১২ সংখ্যার বৈশিষ্ট্য
হিন্দুধর্মে বারো রাশি, বারো ভব,বারো লগ্ন, বারো তিলক, বারো আদিত্য, বারো জ্যোতির্লিঙ্গ, বারো গণপতি ও বারো স্কন্দ পুরাণ বা ভগবত্ মহাপুরাণের উল্লেখ আছে। বাংলা পঞ্জিকা হোক অথবা ইংরেজি বা মুসলিম ক্যালেন্ডার, সর্বত্র ১২ মাসের উল্লেখ আছে।
বৃহস্পতির অবস্থানের সঙ্গে কুম্ভ মেলার বিশেষ যোগ রয়েছে। বৃহস্পতি এক একটি রাশিতে প্রায় ১২ মাস ধরে অবস্থান করে এবং ১২টি রাশি ঘুরে আসতে বৃহস্পতির ১২ বছর সময় লাগে। ১২ বছর পর পর বৃহস্পতি কুম্ভ রাশিতে এলে মহাকুম্ভ আয়োজিত হয়।