সারা বছর যে সাপের দেখা মিললেও শীত পড়তেই তারা গায়েব হয়। কোথায় যায় তারা? গ্রীষ্ম ও বর্ষায় সাপের আধিক্য দেখা যায়। কিন্তু শীত আসলেই সাপেরা যে কোথায় লুকোয়! কেন দেখা মেলে না তাদের?

শীতে সাপ চলে যায় এমন নয়। আসলে, তাদের কম দেখা যায়। সাধারণত, বেশিরভাগ সাপ শুধুমাত্র গ্রীষ্ম এবং বর্ষার মরশুমে সক্রিয় থাকে। এই কারণে, তাদের বনের পাশাপাশি বসতি এলাকায় দেখা যায়। শীত ঋতু আসার সঙ্গে সঙ্গে সাপগুলি হাইবারনেশন মোডে চলে যায়। এই অবস্থাকে ‘শীত ঘুম’ বলা হয়। ক্ষুধার্ত হলে বা রোদে সেঁকলেই সাপগুলি তাদের গর্ত থেকে বেরিয়ে আসে, অন্যথায় তারা ঘুমিয়ে থাকে ৩-৪ মাস।

বিশেষজ্ঞ জানান, শীতের তিন থেকে চার মাস সাপ হাইবারনেট করে। এ সময় সাপ লুকানোর জন্য নিরাপদ স্থান বেছে নেয় যাতে কোনও বিপদ না হয়।

এই সময়ে, সাপ অন্যান্য দিনে করা শিকার থেকে সঞ্চিত ক্যালোরির সাহায্যে তাদের শরীরে শক্তি দেয়। এতে তাদের শরীরে জমে থাকা চর্বিও কমে যায়। এতে সাপ শিকারে বের হলে তাদের তৎপরতা বৃদ্ধি পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here