৫০-এ পা দিয়েও রুপোলি দুনিয়ার চুম্বক ঐশ্বর্যা রাই বচ্চন। নীল চোখের চাহনি আর হাসি অনুরাগীদের এখনও মোহগ্রস্ত করে। বচ্চন পরিবারের পুত্রবধূ তিনি। মেয়ে আরাধ্যা বচ্চনের দায়িত্ব সব সামলে রুপোলি পর্দা থেকে দূরে। তবে বিভিন্ন আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে তাঁর উজ্জ্বল উপস্থিতি রয়েছে। গত বছর থেকে বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নানা গুঞ্জন রয়েছে।

শোনা যায়, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন ঐশ্বর্যা-অভিষেক। পারিবারিক তিক্ততা নিয়ে প্রশ্ন উঠলেও গত বছর শেষ হওয়ার আগেই জল্পনায় জল ঢেলেছেন তাঁরা। কিন্তু প্রকাশ্যে এ কী বললেন শ্বশুরমশাই অমিতাভ বচ্চন!

এই মুহূর্তে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-র সঞ্চালকের দায়িত্ব সামলাচ্ছেন অমিতাভ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা আসেন এই রিয়্যালিটি শোয়ে। এমন এক পর্বে অমিতাভের মুখোমুখি হন ঐশ্বর্যার এক খুদে অনুরাগী। তিনি হট সিটে অমিতাভের মুখোমুখি বসার পর থেকেই অভিনেতা পুত্রবধূর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ।

কিশোরী বলে, “ঐশ্বর্যা রাই কী সুন্দর, তাই না! আপনি তো ওঁর সঙ্গে থাকেন। সুন্দর হওয়ার কোনও টিপ্‌স দেবেন ওঁর থেকে জেনে।” তাতেই অমিতাভ বলেন, “আমরা জানি তিনি সুন্দরী। কিন্তু বাইরের সৌন্দর্য তো দু’দিনের। আজ আছে কাল নেই। তবে মনের সৌন্দর্য চিরদিন থেকে যায়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here