২০৫ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামল মার্কিন সেনার বিমান। মঙ্গলবার টেক্সাস থেকে উড়েছিল বিমানটি। আঁটসাঁট নিরাপত্তা ছিল অমৃতসর বিমানবন্দরে। সূত্রের খবর, প্রথম দফায় এই ২০৫ জনকে পাঠানো হল ভারতে। এর পরে আমেরিকায় থাকা আরও অবৈধবাসী ভারতীয়কে ক্রমে ক্রমে পাঠানো হবে।

দুপুর ১টা ৫৯ মিনিট নাগাদ অমৃতসরের শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামে মার্কিন সেনার বিমানটি। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ এবং প্রশাসনের কর্তারা। নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন বিমানবন্দরে।

একটি সূত্র বলছে, এই অবৈধবাসী ভারতীয়দের বেশির ভাগই ধরা পড়েছেন মেক্সিকো-আমেরিকা সীমান্তে। তবে ভারতে ফেরার পরে তাঁদের গ্রেফতার করা হবে না। কারণ তাঁদের বিরুদ্ধে এ দেশের আইন লঙ্ঘন করার কোনও অভিযোগ নেই। একটি সূত্র বলছে, এই অবৈধবাসীরা আইনি পথেই ভারত ছেড়েছিলেন। পরে বেআইনি ভাবে আমেরিকায় প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন। তাই তাঁদের এ দেশে গ্রেফতারের সম্ভাবনা নেই। একটি সূত্র বলছে, পাসপোর্ট না থাকলে এই অবৈধবাসী ভারতীয়দের আঙুলের ছাপ দেখে শনাক্ত করা হবে।

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই সে দেশ থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে উদ্যোগী হন। এমন অভিবাসীদের চিহ্নিত করে ধরপাকড়ও শুরু করে আমেরিকার প্রশাসন। ইতিমধ্যে আমেরিকায় বসবাসকারী বেশ কয়েকটি দেশের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করে আমেরিকা। তার মধ্যে ভারতও রয়েছে। মঙ্গলবার অবৈধ অভিবাসীদের ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু করে হোয়াইট হাউস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here