রোজই শোনা যাচ্ছে যে বৃষ্টির দেখা মিলবে কিন্তু সেইভাবে বৃষ্টির দেখা মিলছে না তা বলাই চলে। তবে হাওয়া অফিসের খবর অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী দু’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। সেই সঙ্গে বৃষ্টি হতে পারে দক্ষিণের সব জেলাতেই। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বিভিন্ন জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে নয়া সপ্তাহ থেকেই। কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এ ছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় বৃষ্টিতে ধসও নামতে পারে। স্থানীয় প্রশাসনকে সেই অনুযায়ী আগে থেকে সতর্কতা অবলম্বন করতে বলেছে আলিপুর।