কাজের পাশাপাশি প্রায় সকল মানুষই শখ করেই একটা স্মার্টফোন কিনে থাকেন। আবার সেই ফোনের কভারও নিজের পছন্দ করেই কেনেন। আজকাল কার দিনে সুন্দর সুন্দর কভারের পাশাপাশি নিজের সব থেকে পছন্দের ছবি দিয়েও কভার তৈরি করা হয়ে থাকে।

কিন্তু সেটা ফোনের জন্য নিরাপদ কি না, জানেন তো? তবে সকলের মনে একটাই প্রশ্ন কভার আবার নিরাপদ। হ‌্যাঁ এটাই সত‌্যি। যদিও সকলেই জানেন যে, কভার লাগানো থাকলেই ফোন সুরক্ষিত থাকে। হাত থেকে ফোন মাটিতে পড়লেও সমস্যা দেখা যায় না। আর ফোনের কোনও ক্ষতি হয়না। তবে বিশেষজ্ঞকেরা বলছেন অন‌্য কথা। কভার যেমন ফোনকে ঠিক রাখে, তেমন ফোনের ক্ষতিও করে। কেন তা জেনে নিন।  নানা রঙের কভারও পাওয়া যায় দোকানে। কভার লাগালে ফোন দেখতেও বেশ ভাল লাগে। কিন্তু, তার বেশ কিছু খারাপ দিক রয়েছে।

১) গরম হয়ে যেতে পারে ফোন। আপনি প্রায়ই দেখছেন, চার্জে বসালেই ফোন গরম হয়ে উঠছে। হয়তো ভাবছেন ফোনে কত গন্ডগোল হচ্ছে। আসলে এর জন্য দায়ী আপনার ফোন কভার।

২) এমন অনেক কভার রয়েছে যা লাগালে শুধু সিম নেটওয়ার্ক নয়, ফোনের ওয়্যারলেস চার্জিং, ওয়াইফাই এবং ব্লুটুথ ব্যবহারেও সমস্যা হতে পারে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here