দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে শক্তি বৃদ্ধি করেছে। সেটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
মৌসম ভবনের মঙ্গলবারের দুপুরের বুলেটিন অনুযায়ী, গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার পর আগামী দু’দিন ধরে আরও উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ুর দিকে অগ্রসর হবে। আর সে কারণেই তামিলনাড়ু এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
২৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই দুই রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। ২৬ এবং ২৭ নভেম্বর তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ৩০ নভেম্বর পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে।