বিদেশ ভ্রমন করার শখ কমবেশি প্রত্যেক মানুষেরই থাকে। অন্য এক প্রকৃতিকে উপভোগ করার সুপ্ত বাসনা সকলেরই থাকে। কিন্তু বিদেশে ঘুরতে যাওয়ার বিষয়টা বেশির সময়ে সাধ আর সাধ্যের মধ্যের দ্বন্দেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু বিদেশে বেরাতে যাওয়া মানেই তা প্রচুর খরচ সাপেক্ষ তা কিন্তু না। পৃথিবীতে এমনও কিছু স্থান রয়েছে যেখানে গেলে খুব খরচও হয় না। এদিকে বিদেশ ভ্রমণের সাধও পূরণ হয়। তাহলে জেনে নিই এই জায়গাগুলি সম্পর্কে-

কোস্টারিকা: খ্যাতির অজস্র ভান্ডারে ভরপুর এই দেশ। এখানে সুন্দর সৈকত, সবুজ সমভূমি, আগ্নেয়গিরির পাশাপাশি এই দেশে দেখার মতো অনেক জায়গা রয়েছে। খুব কিমি. খরচেই ঘুরে আস্তে পারেন এখান থেকে।

বেলিজ: বেলিজ মধ্য আমেরিকায় অবস্থিত একটি ছোট দেশ। এই সুন্দর ছোট্ট দেশটিতে মায়ান ধ্বংসাবশেষ এবং বেলিজ ব্যারিয়ার রিফ রয়েছে। খুব কম খরচে এই সুন্দর জায়গাটি ঘুরে আসতে পারেন।

চিলি: প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত চিলি। এই দেশের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর প্রতি বছর এই দেশে ঘুরতে আসেন। দূর-দূরান্ত থেকে মানুষ সব সময় এর সৌন্দর্য দেখতে আসে। আপনি চিলির থেকে আন্দিজ পর্যন্ত টরেস ডেল পেন জাতীয় উদ্যানের মতো অনেক আকর্ষণীয় জায়গাও উপভোগ করতে পারেন।

ডমিনিকা: প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই দেশটি খুবই বিখ্যাত। ট্রপিক্যাল রেইনফরেস্ট, আগ্নেয়গিরির কালো স্যান্ড বিচ এবং ফুটন্ত হ্রদ সহ, আপনি এই দেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উষ্ণ জলের হ্রদ দেখতে পাবেন। কম খরচেই ঘুরে আসতে পারেন এখান থেকে।

কেপ ভার্দে: আফ্রিকা মহাদেশের উত্তর-পশ্চিম উপকূলে ১০টি দ্বীপ নিয়ে একটি দেশ গঠিত হয়েছে। আর এই দেশের নাম দেওয়া হয়েছে কেপ ভার্দে। এটি তার সৈকত এবং এর রঙিন শহরগুলির পাশাপাশি অনন্য সংস্কৃতির জন্যও বিখ্যাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here