ফের দুর্গাপুজোয় টাকা নিতে প্রত্যাখ্যান করল রাজ্যের একটি ক্লাব। রাজ্য সরকারের পক্ষ থেকে পুজোয় দেওয়া অনুদানকে বলা হয় ‘দুর্গার ভান্ডার’। এই  ঝুলিতে এই বছর পাল্লা দিয়ে বাড়ছে প্রত্যাখ্যানের সংখ্যা। দক্ষিণেশ্বরের একটি ক্লাব এই বছর অনুদান নিচ্ছে না। ক্লাব সদস্যরা ইতিমধ্যেই স্থানীয় থানায় চিঠি দিয়ে অনুদান না গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছেন। প্রসঙ্গত, এ’বছর পুজোর অনুদান বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণেশ্বর বিজয় সঙ্ঘের পুজো এ বছর ২৩ বছরে পদার্পণ করেছে। গত দু’বছর পুজো উপলক্ষে রাজ্য সরকারের দেওয়া অনুদান এই ক্লাব গ্রহণ করেছে। এই বছর আরজি করের ঘটনার প্রতিবাদে কোনওরকম জাঁকজমক করতে চাইছেন না ক্লাব সদসস্যরা। তাই টাকার প্রয়োজন নেই তাঁদের, একথা জানিয়ে দুর্গা ভান্ডার বর্জন করছেন কর্তৃপক্ষ। তাঁদের দাবি যতদিন না তিলোত্তমার বিচার হবে ততদিন পুজোয় দেওয়া অনুদান গৃহীত হবে না। আড়ম্বরহীনভাবেই হবে পুজো। একইসঙ্গে দক্ষিণেশ্বর বিজয় সঙ্ঘ অন্য পুজো কমিটির উদ্দেশেও এই একই আহ্বানই জানিয়েছেন।

ক্লাবের তরফে দক্ষিণেশ্বর থানায় একটি চিঠি দিয়ে জানানো হয়েছে, সরকারি অনুদান তাঁরা গ্রহণ করবেন না। পুলিশ সেই চিঠি গ্রহণ করেছে। ইতিমধ্যেই হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, রাজ্যের নানা প্রান্ত থেকে অনুদান ফেরানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here