আলোচনার লাইভ স্ট্রিমিং করবেন না বলে ভেস্তে গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনরত চিকিৎসকদের বৈঠক। যদিও পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের লাইভ স্ট্রিমিংয়ে কোনও আপত্তি নেই। কিন্তু আরজি কর মামলা যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন, তাই লাইভ স্ট্রিমিং করা যায়নি। মুখ্যমন্ত্রীর এই যুক্তি সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও যুক্তিহীন বলে জানালেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইনকে তিনি বলেছেন, ‘‘বিচারাধীন বিষয়ের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী যে ভাবে লাইভ স্ট্রিমিংয়ে রাজি হননি, তা একেবারেই ওঁর মস্তিষ্কপ্রসূত যুক্তি। বিচারাধীন বিষয় নিয়ে যদি আলোচনা হতে পারে, তা যদি রেকর্ড করা হতে পারে, তা হলে লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি থাকবে কেন? আইনে এ রকম কিছু নেই৷’’

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘সরাসরি সম্প্রচারে আমাদের আপত্তি ছিল না। কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে চলছে। আমরা এমন কিছু করতে চাইনি, যাতে অচলাবস্থা চলতে পারে। চিঠিতে আমরা লিখেছিলাম, সরাসরি সম্প্রচার করতে পারব না। ওঁরা যে কোনও ইস্যু তুলতে পারতেন। সেটা ওঁরা পরে সংবাদমাধ্যমকে জানাতে পারতেন। আমরা যুগ্ম ভাবেও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারতাম।’’

এই প্রসঙ্গেই মন্তব্য করেছেন অশোক গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট নিজেই বলছে সরকার এবং চিকিৎসকদের মধ্যে আলোচনার মাধ্যমে জট কাটুক। সেই আলোচনার লাইভ স্ট্রিমিং করা যাবে না এরকম কোনও নির্দেশ দেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here