শীতের সঙ্গে প্রকট হচ্ছে ত্বকে টান পড়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া। বডি লোশন মেখেও অনেক সময় এই টান ভাব তাড়ানো যায় না। সেক্ষেত্রে কাজে আসতে পারে গোলাপ জল। এটা ত্বকের একাধিক সমস্যা দূর করে ত্বক সজীব এবং ভালো রাখে। ত্বকের শুষ্ক ভাব, রুক্ষতা দূর করে তাকে হাইড্রেট করে। গোলাপ জল নিয়মিত ব্যবহার করলে ত্বক নরম আর মসৃন থাকে। শুধুই কি তাই গোলাপ জল কোনও রকম অ্যালার্জি, ইনফেকশন কমাতেও সাহায্য করে থাকে। দেখে নিন কী কী ভাবে ব্যবহার করতে পারেন-

কোথাও থেকে এসে আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর তুলোয় করে মুখে গোলাপ জল লাগান। গোলাপ জল শুকিয়ে গেলে ক্রিম লাগান। ভাল ফল পেতে চাইলে দু’বার করে এটি ব্যবহার করুন।

গোলাপ জল, গ্লিসারিন, আর লেবুর রস মিশিয়ে একটা মিশ্রণ বানান। এরপর এটাকে একটা বোতলে ভরে রেখে দিন ফ্রিজে। রোজ রাতে ঘুমানোর আগে এটা মুখে লাগিয়ে ম্যাসাজ করুন।

চন্দন গুঁড়ো, নারকেল তেল, আমন্ড অয়েল, গোলাপ জল মিশিয়ে প্যাক বানান। তারপর সেটা মুখে লাগান। মিনিট কুড়ি রেখে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে চাইলে সপ্তাহে দু’বার এই প্যাক লাগান।

মুলতানি মাটি, গোলাপ জল আর দুধ মিশিয়ে একটা প্যাক বানান। এরপর সেটা পরিস্কার মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর ক্রিম লাগিয়ে নিলেই হবে। সপ্তাহে এটি প্যাক অন্তত দু-তিনবার লাগান। পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here