বর্তমানে চাকরির বাজারে যা মন্দা তাতে চাকরি টিকিয়ে রাখাই বড় ব্যাপার। আর এর মধ্যেই এমন কারণ দেখিয়ে এক আইটি কর্মী যেভাবে চাকরি ছাড়লেন তাতে চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে।

দিল্লির এক আইটি কর্মী চাকরিতে পদত্যাগ করেন কারণ তাঁর বেতন দুই বছর ধরে একই রয়েছে এবং তাতে তিনি নতুন আপডেটেড ফোন কিনতে পারছেন না। তাঁর স্বপ্নের ফোন কিনতে না পারার কষ্টে চাকরি ছেড়ে বসেন যুবক।

সম্প্রতি এক্স হ্যান্ডলে ইঞ্জিনিয়ার হাব সংস্থার সহ প্রতিষ্ঠাতা রিশভ সিং সেই দিল্লির আইটি কর্মীর রেসিগনেশন মেল পোস্ট করেন এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

রাহুল বৈরো নামের এক ব্যক্তির লেখা সেই রেসিগনেশন ইমেল লেখা হয়েছিল এক সংস্থার এইচআরকে উদ্দেশ্য করে। রাহুল নামের সেই ব্যক্তি ইমেলে লেখেন, ‘পরম নিষ্ঠা, অধ্যবসায় ও পরিশ্রমের সঙ্গে টানা দুটি বছর কাজ করার পরে আমার বেতনের মতো আমার ইনক্রিমেন্টের স্বপ্নগুলোও যেন হিমে জমে আছে। বেতন বাড়েনি এখনও। আমি খুবই চেয়েছিলাম যাতে ৫ ডিসেম্বর ৫১,৯৯৯ টাকা দিয়ে আইকিউ ১৩-এর নতুন ফোন প্রি-বুক করতে পারি, কিন্তু এই বেতনে তা অসম্ভব।’

সেই আইটি কর্মী এও উল্লেখ করেন ইমেলে, ৪ ডিসেম্বরই তাঁর শেষ কাজের দিন হবে, আর তারপর তাঁর সমস্ত দায়িত্ব তিনি অন্য কাউকে হস্তান্তরিত করে দেবেন যথাযথ নিয়ম মেনে। সংস্থায় কাজের সুবাদে যে অভিজ্ঞতা ও স্মৃতি অর্জন করেছেন তিনি, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ইমেল শেষ করেন রাহুল নামের সেই ব্যক্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here