লাইভ কনসার্টে বিতর্কের মুখে উদিত নারায়ণ। তখন ‘টিপ টিপ বর্ষা পানি’ গেয়ে মঞ্চে ঝড় তুলেছিলেন ৬৯ বছর বয়সী সঙ্গীতশিল্পী। এমন সময়ে স্টেজের সামনে এগিয়ে আসেন একাধিক মহিলা ভক্ত। স্বভাবতই শিল্পীর সঙ্গে সেলফি তোলার আর্জি জানান। তখনই এক মহিলার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খান উদিত। সেই ভিডিয়ো ঘিরে সমালোচনার ঝড় ওঠে নেটপাড়া। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন উদিত নিজেই।
প্রতি কনসার্টের মতো মঞ্চে গাইতে গাইতেই ভক্তদের ডাকে সাড়া দিয়ে সেলফি তুলতে থাকেন গায়ক। সেলফি তোলার পাশাপাশি প্রথমেই এক মহিলা তাঁকে জড়িয়ে ধরেন, ওই মহিলার গালে চুম্বন করেন তিনি। ওই মহিলার দেখাদেখি তারকার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন আরও কিছু মহিলা ভক্ত। সকলের সঙ্গে ছবি তুললেন, সেই সঙ্গে ভক্তদের চুম্বন করলেন। এরই মাঝে এক মহিলার ঠোঁটেই চুমু খেয়ে বসলেন গায়ক।
লাইভ কনসার্ট চলাকালীন প্রবীণ শিল্পীর এই কাণ্ডে হতভম্ভ দর্শকরাও।ছবি তোলার অছিলায় উদিত নারায়ণের মহিলা ভক্তদের চুম্বনের দৃশ্য নেটপাড়ায় ছড়িয়েছে হু-হু করে। ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিয়ো। উদিতের এহেন আচরণে ক্ষুব্ধ নেটপাড়া। কেউ লেখেন, ‘এ কী অসভ্যতা!’, কেউ লেখেন, ‘বয়স তো অনেক হল, এ কেমন আচরণ’!
এই ঘটনার পরিপ্রেক্ষিতে গায়ক বলেন, “অনুরাগীরা পাগলামি করে। আমি এরকম মোটেও নই। আমরা ভদ্রলোক। কিছু লোক উত্সাহিত হয়ে ওঠে, ভালবাসা প্রদর্শন করে। এই সব নিয়ে কথা বলে কী লাভ? ভিড়ের মধ্যে অনেক লোক, এবং আমাদের দেহরক্ষীরাও থাকেন। কিন্তু ভক্তরা মনে করেন তারা দেখা করার সুযোগ পাচ্ছেন, তাই কেউ হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেন, কেউ হাত চুম্বন করেন… এসব হতেই থাকে। এই নিয়ে এত কথার কী আছে!”
তিনি আরও বলেন, ‘আমি বলিউডে রয়েছি ৪৬ বছর। আমার ইমেজ মোটেও এটা না। এমনকী আমি ফ্যানেদের খুবই ভালোবাসি। তাদের দেখলে হাতজোড় করি। মঞ্চে থাকলে মাথা নিচু করে সম্মান জানাই। কারণ আমি মনে করি, হতে পারে এই সময় আর ঘুরে নাও আসতে পারে’।