বর্তমানে সকলেই প্লাস্টিকের চিরুনি বেশি ব্যবহার করেন। তবে কাঠের চিরুনি কিন্তু চুল ভাল রাখতে সাহায্য করে। বহু শতাব্দী ধরে চুলের যত্ন নিতে অনেকেই কিন্তু ব্যবহার করে আসছেন এই চিরুনি।

বলা হয়, কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুল ভাল থাকে। এমনকি চুল পড়া থেকেও আপনি মুক্তি পাবেন। কাঠের চিরুনি ব্যবহার করলে কী কী উপকার যায়, তা জানেন আপনি।

গোড়া একদম ভাঙবে না

কাঠের চিরুনির যে দাঁতগুলি সেগুলি কিন্তু নরম থাকে, যা দিয়ে চুল আঁচড়ালে কিন্তু চুল বেশি পড়বে না। এই চিরুনিগুলি দিলে চুলের গোড়া একদমই ভাঙবে না। এমনকি গোড়া মজবুত হবে।

খুশকির সমস্যা

যদি আপনি প্লাস্টিকের চিরুনি চুলে ব্যবহার করেন, তাহলে আপনার খুশকি সমস্যার বাড়তে থাকবে। এমনকি খুশকির সমস্যা থাকলে তাও বেড়ে যাবে। এতে রক্ত চলাচলের উন্নতি হবে। সেই সঙ্গে খুশকির সমস্যা থাকলে তাও কিন্তু দ্রুত কমবে।

জট

কাঠের চিরুনি মাথার ত্বকের কোনও ক্ষতি করে না। এতে চুল চকচকে ও নরম করে। এমনকি চুলের জট থাকলে তাও কিন্তু দ্রুত চলে যাবে। যার ফলে আপনার চুল আরও উজ্জ্বল দেখতে লাগবে।

রক্ত সঞ্চালন

কাঠের চিরুনি মাথায় দিয়ে আলতো আলতো ভাবে মাথা ম্যাসেজ করতে পারেন। এতে রক্ত সঞ্চালন ভাল হয়। এটি করলে চুলও কিন্তু আপনার ক্রমশ বাড়তে শুরু করবে।

উজ্জ্বল হয়

প্লাস্টিকের চিরুনিতে অনেক রাসায়নিক থাকে। যা চুলের ক্ষতি করে, তবে কাঠের চিরুনি ব্যবহার করলে আপনার চুলের কোনও ক্ষতি হবে না। এমনকি চুল উজ্জ্বল করতেও সাহায্য করবে। এমন চুল খুব ঘনও হবে।

কেমন ধরনের ব্যবহার হয়

বর্তমানে বাজারে অনেক ধরনের কাঠের চিরুনি পাওয়া যায়। আপনি পছন্দমতো কাঠের চিরুনি কিনতে পারেন। তবে দেখবেন কাঠ যেন ভালো মানের হয়। গোলাপ কাঠ, সেগুন কাঠ বা অন্য যেকোনও ভাল কাঠের চিরুনি আপনি ব্যবহার করতে পারেন।

কীভাবে ব্যবহার করবেন

কাঠের চিরুনি ব্যবহার করা খুব সহজ। ভেজা বা শুকনো চুলে ব্যবহার করতে পারেন। তবে চুল ধোয়ার পর হালকা শুকিয়ে গেলে হালকা চেপে চেপে নিন। এতে কিন্তু চুল খুব ভালো থাকবে।

যত্ন নিন এই উপায়ে

চিরুনি কিন্তু খুব সাবধানে যত্ন করতে হয়। যেমন নিয়মিত পরিষ্কার করতে হয়। কখনও গরম জল দিয়ে কখনোই কাঠের চিরুনি ধোবেন না। অর্থাৎ সূর্যের আলোতে দাড়িয়ে কখনওই কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here