ফের নয়া ভাইরাস নিয়ে হাজির হয়েছে চিনা, যার  নাম এইচএমপিভি (Human Metapneumovirus)। ২০২০-এর করোনা ভাইরাস সম্পূর্ণ ভুলতে না ভুলতেই আবার এই ভাইরাসের আবির্ভাব। ইতিমধ্যেই চিন ছাড়িয়ে ভারতেও থাবা বসিয়েছে নয়া আতঙ্ক। গুঞ্জন উঠছে এইচএমপিভি চিনে ভয়াবহ রূপ ধারণ করেছে। যার ফলে সকলেই ভয় কাঁটা। এতে করে মৃত্যুর আশঙ্কা কতখানি সেই চিন্তায় ডুবে সকলে। আর এবার এই নতুন ভাইরাস নিয়ে মুখ খুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO।

এইচএমপিভি (Human Metapneumovirus) ভাইরাস নিয়ে মুখ খুলল WHO:

জানা গিয়েছে, বুধবার WHO তাদের সদর দপ্তর জেনেভা থেকে সাংবাদিক সম্মেলন করে। আর সেখানেই এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ডঃ মার্গারেট হ্যারিসের মতে, “সম্প্রতি চিনে বিভিন্ন মরশুমি ফ্লু, আরএসভি, সার্স কোভিড-২, এইচএমপিভি (Human Metapneumovirus) ও রাইনো ভাইরাসের সংক্রমণ বেড়েছে। তবে এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঋতু বদলের সময় এই ধরনের সংক্রমণ ছড়ানো খুব সাধারণ ঘটনা, যা প্রতি বছরই ঘটে।” সম্প্রতি সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে।

WHO-র মুখপাত্র এই বিষয়ে আরও জানান, চিনে ফুসফুস সংক্রান্ত সংক্রমণ বাড়লেও, এখনও পর্যন্ত এই সংক্রমণ নির্দিষ্ট সীমার মধ্যেই রয়েছে। ফলে ফুসফুস সংক্রমণ নিয়ে চিন্তার কোন কারণ নেই। চিন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছরেও এই সংক্রমণ ছড়িয়েছিল। তার তুলনায় এ বছর আক্রান্ত সংখ্যা অনেক কম, সেইসাথে রোগীরা হাসপাতালেও কম ভর্তি হয়েছে। চিনের প্রশাসনকে এখনও পর্যন্ত এই সংক্রমণের কারণে কোনো জরুরি অবস্থাও ঘোষণা করতে হয়নি। অর্থাৎ এইচএমপিভি (Human Metapneumovirus) ভাইরাস নিয়ে উদ্বেগের কোন কারণ দেখা যাচ্ছে না বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এইচএমপিভি নিয়ে আশ্বস্ত করেছে WHO: সেইসাথে WHO এইচএমপিভি নিয়ে আশ্বস্ত করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানিয়েছে, এইচএমপিভি (Human Metapneumovirus) ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোন প্রয়োজন নেই। এটি নতুন কোন ভাইরাস নয়। এর অনেক আগে ২০০১ সালে এই ভাইরাসের খোঁজ পাওয়া যায়। বর্তমানে, মরশুম বদলের কারণে এই ভাইরাস মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে এতে ভয়ের কোন কারণ নেই।

এইচএমপিভি ভাইরাস মৃত্যুর কারণ: আশ্বস্ত করার পাশাপাশি WHO-র মুখপাত্র এই নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছেন। মরশুম বদলের মত ঠাণ্ডা, সর্দি-কাশি এই ভাইরাসের মূল লক্ষণ। তবে অনেক সময় এইচএমপিভি (Human Metapneumovirus) ভাইরাস মারাত্মক আকার ধারণ করতে পারে। এর প্রভাবে রোগী ভয়ঙ্কর ভাবে অসুস্থও হয়ে পড়ে। বিশেষ করে এই বিষয় বয়স্ক এবং শিশুদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র। এছাড়াও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরও এই রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এতে মৃত্যুর কোন সম্ভাবনা নেই বললেই চলে, এমনটাই জানা গিয়েছে। ফলে এইচএমপিভি নিয়ে ভয়ের কোনও কারণ দেখা যাচ্ছে না বললেই চলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here