হুমায়ুন কবীরকে দল থেকে শো কজ করল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে দল নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। তার জন্যই শাস্তিস্বরূপ শো কজ করা হয়েছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। দলীয় সূত্রে খবর, তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাঁকে।
বুধবার বিধানসভায় এসে শো কজের কথা জানতে পারেন বিধায়ক, এমনটাই জানিয়েছে হুমায়ুন কবীর। বিধায়ক জানিয়েছেন, তিনি বিধানসভায় এসেই শো কজ়ের কথা জানতে পেরেছেন। শো কজ নিয়ে হুমায়ুন বলেন, ‘‘শুনেছি আমাকে শো কজ করা হয়েছে। তবে হাতে কোনও চিঠি পাইনি।’’
প্রসঙ্গত, সোমবার কালীঘাটে মমতার বাড়িতে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল। দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকে মমতা স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, দলের নেতারা চাইলে যেখানে খুশি যেতে পারবেন। কিন্তু দল নিয়ে যা খুশি তা-ই বলতে পারবেন না। এই দলীয় শৃঙ্খলা না মানলে তাঁকে প্রথমে শো কজ করা হবে। সংশ্লিষ্ট নেতাকে জবাবদিহি করতে হবে।